Gamebazz ডেস্ক: অনেকেই আছেন যাঁদের শখ নতুন ডিজ়াইনের ফোন ব্যবহার করা। সেকারণে নির্দিষ্ট সময় অন্তর অন্তর অনেকেই ফোন বদলে ফেলেন। এদিকে যেহেতু নতুন ফোনের দাম অনেকটাই বেশি সেকারণে অনেকেই পুরনো ফোন কেনেন এবং ব্যবহার করেন। পুরনো ফোনের দাম তুলনায় অনেকটাই কম। কিন্তু এক্ষেত্রে বিপদ বেশি। যদি আপনি কোনও পরিচিত ব্যক্তির থেকে পুরনো স্মার্টফোন কেনেন তাহলে সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। কিন্তু যদি কোনও দোকান বা অপরিচিত ব্যক্তি থেকে পুরনো স্মার্টফোন কেনেন তাহলে সমস্যা পড়তে পারেন।
কী সমস্যা হতে পারে?
বিভিন্ন সমস্যার পাশাপাশি সবথেকে বড় সমস্যা চোরাই মোবাইল। হয়তো আপনি কোনও অপরিচিত ব্যক্তির কাছ থেকে পুরনো স্মার্টফোন কিনেছেন। সেই ব্যক্তি আপনাকে চোরাই ফোন বিক্রি করে দিতে পারে। যদি কোনও চোরাই মোবাইল ফোন বিক্রি করে তাহলে আপনি সাধারণভাবে কিছুই বুঝতে পারবেন না। এরপর কিছু না জেনেই আপনি ওই পুরনো চোরাই ফোনটি ব্যবহার করবেন। ফলে বড়সড় সমস্যায় পড়তে পারেন আপনি।
কারণ যে ব্যক্তির ফোন চুরি করা হয়েছে তিনি নিশ্চয় থানায় অভিযোগ দায়ের করবেন। এবং তারপর তদন্তের পর আপনি অভিযুক্ত হতে পারেন। এছাড়াও রয়েছে অনেক সমস্যা।
এদিকে পুলিশের ঝামেলা এড়াতে চোরাই কারবারিরা অনেক ক্ষেত্রে ফোনের IMEI নম্বর পালটে দেয়। ফলে পুলিশের তরফে ট্র্যাক করতে সমস্যা হয়। এর জন্য একাধিক সফ্টওয়ারের সাহায্য নেয় চোরাই কারবারিরা। তাই কোনও পুরনো ফোন কেনার আগে অবশ্যই দেখা দরকার আপনার ফোনটি চোরাই কিনা। এবং তারজন্য ফোনের IMEI নম্বর অবশ্যই চেক করা দরকার। কারণ IMEI নম্বরের মাধ্যমেই জানতে পারবেন ফোনটি বৈধ না অবৈধ।
আপনার ফোনের IMEI নম্বর সঠিক কিনা আপনি বুঝবেন কীভাবে?
IMEI নম্বর সঠিক কিনা তা বোঝার একটি উপায় রয়েছে। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ফোনের IMEI সঠিক কিনা। কারণ IMEI নম্বরে যদি এমন কিছু তথ্য থাকে যা স্মার্টফোন মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে বুঝতে হবে আপনি যে পুরনো ফোন কিনেছেন সেই ফোনটি চোরাই।
কীভাবে ফোনের IMEI নম্বর চেক করবেন?
-IMEI নম্বর চেক করার জন্য WWW.imei.info-তে লগইন করুন।
-আপনি যে পুরনো ফোনটি কিনেছেন সেই ফোনের IMEI নম্বরটি সেখানে দিন এবং সার্চ করুন।
-সঙ্গে সঙ্গে ফোনের বিস্তারিত তথ্য বেরিয়ে এসেছে। তারমধ্যে থাকবে ফোনের মডেল, তৈরির দিন এবং ফোন সংক্রান্ত যাবতীয় তথ্য।
যদি কোনও কারণে সেখানে কোনও তথ্য না দেখা যায় অথবা যদি এমন কোনও তথ্য দেখা যায় যা আপনার ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে বুঝতে হবে ফোনটি চোরাই।