UPI দিয়েই ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট! কী ভাবে লিঙ্ক করবেন? রইল সহজ পদ্ধতি



Gamebazz ডেস্ক: চলতি সপ্তাহেই ক্রেডিট কার্ডকে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের সঙ্গে কানেক্ট করার ছাড়পত্র দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ UPI পদ্ধতিতে পেমেন্ট শুরু করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের জনপ্রিয়তম ডিজিটাল পেমেন্ট সিস্টেমের শিরোপা নিতে নিয়েছে UPI। RBI -এর সাম্প্রতিক সিদ্ধান্তে আরও বেশি মানুষ এই পেমেন্ট পদ্ধতি ব্যবহার শুরু করবেন।


RBI -এর তরফ থেকে জানানো হয়েছে আপাতত RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমেই UPI পেমেন্ট করা যাবে। সিস্টেম ডেভেলপমেন্ট শেষ হলে তবেই এই পেমেন্ট শুরু করা যাবে।এক বিবৃতিতে RBI গভর্নর জানিয়েছেন, “আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে UPI -এর সঙ্গে ক্রেডিট কার্ড সংযুক্ত করার সুবিধা শুরু হচ্ছে। শুরুতে RuPay ক্রেডিট কার্ড ব্যবহার করে এই কাজ করা যাবে। এর ফলে যে সব মানুষ UPI ব্যবহার করে পেমেন্ট করেন তাঁদের সুবিধা হবে।”


চলতি বছর মে মাসে মোট 594.63 কোটি লেনদেন হয়েছিল UPI পদ্ধতি ব্যবহার করে। এই সময়ে UPI পদ্ধতিতে লেনদেন করা হয়েছিল মোট 10.40 লাখ কোটি টাকা। আপাতত RuPay ক্রেডিট কার্ড ব্যবহার করেই এই কাজ করা যাবে।


ক্রেডিট কার্ডের সঙ্গে UPI অ্যাপ লিঙ্ক করবেন কী ভাবে?


-প্রথমেই যে UPI পেমেন্ট অ্যাপের সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করতে চান সেই অ্যাপ ওপেন করুন

-এবার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন

-এবার Payments Method অপশন বেছে নিন

-Add Credit/Debit Cards অপশন বেছে নিন

-এর পরে ক্রেডিট কার্ড নম্বর ছাড়াও CVV ও কার্ড হোল্ডারের নাম টাইপ করতে হবে

-একবার ক্রেডিট কার্ডের তথ্য টাইপ করা হয়ে গেলে Save অপশন সিলেক্ট করুন