বন্ধ হচ্ছে ডিসকাউন্ট! মোবাইল রিচার্জে আরও বাড়ছে খরচ



Gamebazz ডেস্ক: আরও দামি হতে চলেছে Jio-র রিচার্জ প্ল্যান। JioPhone সাবস্ক্রাইবারদের জন্য যে রিচার্জ প্ল্যান বাজারে আনা হয়েছিল সেই প্ল্যানের উপর আরও 20 শতাংশ খরচ বাড়তে চলেছে। এমনটাই জানা গেছে। গত বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে প্রতিটি বেসরকারি সংস্থা নিজেদের ট্যারিফ প্ল্যানে বদল নিয়ে আসে। প্রতিটি প্ল্যানেই প্রায় 20 থেকে 25 শতাংশ করে খরচ বৃদ্ধি করার ফলে প্রায় 100 টাকা থেকে 150 টাকা করে দাম বৃদ্ধি করা হয়। যদিও Airtel এবং Vi এর তুলনায় Jio-র প্ল্যানগুলির দাম কিছুটা কম ছিল। কিন্তু সম্ভবত এবার আর তা থাকছে না।


JioPhone-এর রিচার্জ প্ল্যানে 20 শতাংশ অফার বন্ধ করে দেওয়ার ফলে Jio এবং বাকি দুই বেসরকারি সংস্থার রিচার্জ মূল্যের পার্থক্য অনেকটাই কমবে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন এর পরেই ফের বেসরকারি সংস্থার রিচার্জ প্ল্যানগুলি আরও দামি হবে।


JioPhone গ্রাহকদের জন্য একটি বিশেষ রিচার্জ প্ল্যান ছিল Jio-র। ওই প্ল্যানের দাম ছিল 899 টাকা। কিন্তু এই প্ল্যানটির উপর 20 শতাংশ ছাড় দেওয়া হতো। ফলে প্ল্যানের দাম কমে হতো 749টাকা। এবার 20 শতাংশ তুলে দেওয়া হচ্ছে। ফলে গ্রাহকদের 899 টাকা করেই রিচার্জের জন্য খরচ করতে হবে।


Jio-র এই প্ল্যানে ব্যবহারকারীরা এক বছর যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা পেতেন। এছাড়াও প্রতিমাসে 2GB করে অর্থাৎ মোট 24 GB ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হতো।ডিসেম্বরের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির ফলে প্রতিটি সংস্থাই বেশ কিছু গ্রাহক হারিয়েছে। কিন্তু Airtel সহ বেসরকারি সংস্থাগুলি জানিয়েছে, তারা ফের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করবে। এবং চলতি বছরেই প্ল্যান রেট বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে।


কেন ফের রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হবে?


এবিষয়েও সংস্থাগুলির তরফে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে, তাদের আয় বৃদ্ধি এবং 5G-র জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সেকারণে তাদের তরফে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা হবে।


অন্যদিকে বেসরকারি সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলেও সম্পূর্ণ ভিন্ন পথে BSNL। এই সরকারি টেলিকম সংস্থার তরফে এখনও পর্যন্ত দাম বৃদ্ধির কোনও ঘোষণা করা হয়নি। বরং প্রতিটি রিচার্জ প্ল্যানে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে সংস্থার তরফে।