Gamebazz ডেস্ক: যদি কোনও ব্যক্তি ভুলভাবে বা বেআইনিভাবে পার্ক করা গাড়ির ছবি পাঠায়, তাহলে সে ৫০০ টাকা পুরস্কার পাবে। শীঘ্রই এমন একটি আইন আনতে যাচ্ছে কেন্দ্র সরকার।একই সঙ্গে বেআইনি বা অবৈধ ভাবে পার্কিং করা গাড়ির মালিককে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি।
দিল্লিতে একটি ইভেন্টে ভাষণ দেওয়ার সময়, নীতিন গড়কড়ি বলেন যে, তিনি রাস্তায় বেআইনি বা অবৈধভাবে পার্ক করা গাড়ির প্রবণতা রোধে একটি আইন আনার কথা ভাবছেন। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি বলেছেন, "আমি একটি আইন আনতে যাচ্ছি যে রাস্তায় দাঁড়ানো গাড়িকে ১০০০ টাকা জরিমানা করা হবে। একই সঙ্গে, যে ভুলভাবে গাড়ি পার্ক করার ছবি তুলে পাঠিয়েছেন, তাঁকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।”
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের জনসাধারণ তাদের গাড়ি সঠিক জায়গা রাখেন না (পার্কিং), বরং তারা রাস্তায় গাড়ি পার্কিং করেন। ফলে অনেক সময়েই অযথা যানজটের সৃষ্টি হয়। এদিন নিতিন গড়কড়ি মশকরা করে বলেন, "নাগপুরে আমার বাবুর্চিরও দুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে। বর্তমানে চারজনের একটি পরিবারের ছয়টি গাড়ি আছে '।এর সঙ্গেই তিনি বলেন, "আমার তো মনে হয় দিল্লির মানুষ ভাগ্যবান! তাদের গাড়ি রাখার জন্যই রাস্তা তৈরি করেছি।”