এবার PC-তেই খেলতে পারবেন Spiderman! ঘোষণা হল লঞ্চের দিন



Gamebazz ডেস্ক: গেমারদের জন্য সুখবর। কারণ আসতে চলেছে Spider Man গেম। নতুন এই গেমটির নাম দেওয়া হয়েছে Spider Man: Remastered। ডেভেলপারদের তরফে জানানো হয়েছে 12 অগাস্ট লঞ্চ করবে এই অনলাইন গেম। গেমটি প্রায় চার বছর ধরে PlayStation-এ ছিল। এবং অবশেষে এবার যে কেউ গেমটি ডাউনলোড করে PC-তে খেলতে পারবেন। এনিয়ে একটি ব্লগ পোস্ট করা হয়েছে। সেই ব্লগ পোস্টে বলা হয়েছে শুধু SpiderMan: Remastered নয় Marvel Spiderman: Miles Morales গেমটিও চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ করা হবে।


এবিষয়ে Nixxes গেমসের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর জর্জেন কাটসম্যান বলেন, "Marvel SpiderMan সিরিজের জন্য Insomniac-এর সঙ্গে আমাদের যে যৌথ উদ্যোগ রয়েছে তার জন্য আমি গর্বিত। কারণ তাদের পুরো টিম এই সিরিজের জন্য বিভিন্ন সাহায্য করেছে। এর ফলে PC গেমিংয়ের ক্ষেত্রে এক দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।"


Spiderman: Remastered PS5 এর সব ভার্সনে পাওয়া যাবে। রয়েছে দুর্দান্ত গ্রাফিক্যাল ফিচার। প্রফেশনাল গেম খেলেন তাঁদের বক্তব্য, Spiderman: Remastered গেমটি PC ভার্সনের জন্য যেটি বের করা হবে সেটি হবে অনেক উন্নতি এবং আকর্ষণীয়।


অন্যদিকে Spiderman: Remastered গেমটি চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে রিলিজ করলেও ঠিক কবে থেকে গেমটি ডাউনলোড করে খেলা সম্ভব হবে সেবিষয়ে জানানো হয়নি। যদিও গেমটি প্লেস্টেশনেও খেলা সম্ভব হবে। ইতিমধ্যে Playstation এর God of war, Days Gone এবং Horizon: Zero Dawn এর মতো গেমগুলি PC-তেও খেলা সম্ভব।