সব তথ্য হ্যাকারদের পাঠাচ্ছে 17 জনপ্রিয় অ্যাপ ! দ্রুত ডিলিট না করলেই বিপদ



Gamebazz ডেস্ক: অনলাইনে কোনও কাজ করার সময় সবসময় সতর্ক থাকা প্রয়োজন। কারণ কোনও কারণে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে গেলে খুব বিপদে পড়তে পারেন আপনি। সেকারণে সবসময় সতর্ক থাকা প্রয়োজন।বর্তমানে তথ্য চুরির জন্য প্রতারকরা একাধিক অ্যাপ ব্যবহার করে। সেই অ্যাপগুলি ফোনে ইনস্টল করা হলে ফোনের তথ্য চুরি করে সেগুলি। এবং নির্দিষ্ট সার্ভারে পাঠাতে শুরু করে। সেখান থেকে প্রতারকরা খুব সহজেই সেই তথ্য অ্যাকসেস করতে পারে। আর সেকারণে সচেতন থাকা প্রয়োজন। সম্প্রতি এমন 17টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে যেগুলি ফোনে থাকলে সমস্যায় পড়তে পারেন আপনি। তথ্য চুরির অভিযোগ উঠেছে অ্যাপগুলির বিরুদ্ধে। জেনে নিন অ্যাপগুলির নাম কী কী-


1) Document Manager

2) Coin Track Loan-Online Loan

3) Cool caller Screen

4) PSD Auth Protector

5) RGB Emoji Keyboard

6) Camera Translator Pro

7) Fast PDF Scanner

8) Air Balloon Wallpaper

9) Colorful Messenger

10) Thug Photo Editor

11) Anime Wallpaper

12) Peace SMS

13) Happy Photo Collage

14) Pellet Mesage

15) Smart Keyboard

16) 4K Wallpapers


বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অ্যাপগুলি ফোনে থাকলে যত দ্রুত সম্ভব ডিলিট করা দরকার। এরসঙ্গে বেশ কয়েকটি সতর্কবার্তা দিয়েছেন। তাদের কথায়, সঠিক সোর্স ছাড়া কোনও অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। যেমন Google Play Store থেকেই অ্যাপ ডাউনলোড করা উচিত। এছাড়াও অন্যদিকে ডেটা সুরক্ষিত রাখার জন্য কোনও লিঙ্কে ক্লিক করা উচিত নয়। কারণ এর ফলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।