প্রাথমিক স্কুলের পরীক্ষায় বিরাট পরিবর্তন ! সূচি ঘোষণা করল সংসদ



Gamebazz ডেস্ক: প্রাথমিক স্কুলের পরীক্ষার সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। সোমবার বিজ্ঞপ্তি জারি করে সূচি ঘোষণা করা হয়। জানানো হয়েছে, ৩ দফায় সামেটিভ ইভ্যালুয়েশন বা পার্বিক পরীক্ষা হবে।


কবে কবে পরীক্ষা : সংসদের ঘোষণা প্রথম পর্যায়ের পার্বিক পরীক্ষাগুলি ২ থেকে ১২ জুলাইয়ের মধ্যে হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাগুলি ১ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে নেওয়া হবে। তৃতীয় পর্যায়ের পার্বিক পরীক্ষার সময় ১ থেকে ১৫ ডিসেম্বর।


কীভাবে পরীক্ষা হবে তা নিয়েও স্কুলগুলিকে স্পষ্ট নির্দশ দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। তাদের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্কুলকে নিয়ম মেনে সিলেবাস শেষ করতে হবে। আর তা নির্দিষ্ট সময়ের মধ্যেই। তিন পর্যায়ে পরীক্ষা নিতে হবে। এও জানানো হয়েছে নিয়ম মেনে প্রশ্নপত্রও তৈরি করবে স্কুলগুলি। আর তিন পর্যায়ের পরীক্ষার আগেই ফরমেটিভ পরীক্ষাগুলি নিতে হবে প্রাথমিক স্কুলগুলিকেই।  


প্রসঙ্গত, সোমবার থেকে খুলেছে রাজ্যের সমস্ত স্কুল। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়েছিলেন। সেই মতো সোমবার থেকে স্কুল খুলেছে। আর স্কুল খুলতেই প্রাথমিক স্কুলের পরীক্ষার সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ।