Gamebazz ডেস্ক: দেশজুড়ে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড। এ মত অবস্থায় আগামী ১ জুলাই রথযাত্রা উৎসবের আয়োজন কপালে চিন্তার ভাঁজ পড়েছে ওডিশা প্রশাসনের । গত বছর থেকে কোভিড পরবর্তী পরিস্থিতিতে মহাসমারোহে না হলেও ধুমধাম করেই পালিত হচ্ছে পুরীর রথযাত্রা অনুষ্ঠান। আর তাই ঝুঁকি এড়াতে এ বার প্রথম থেকেই একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হল ভক্তদের জন্য। উপসর্গ থাকলে কোনওভাবেই মন্দির প্রাঙ্গনে প্রবেশ করা যাবে না।
জানা গিয়েছে, রথযাত্রা উৎসবে অংশগ্রহণকারী সমস্ত ভক্তের মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া কোনও পুণ্যার্থীকে উৎসবে অংশ নিতে দেখলেই কড়া পদক্ষেপ নেবে ওডিশা সরকার। কেবলমাত্র রথযাত্রার দিনই নয়, তার আগে থেকেই মন্দির সংলগ্ন এলাকায় স্যানিটাইজেশনের উপর জোর দেওয়া হচ্ছে।
ওডিশার স্বাস্থ্য দফতরের আধিকারিক বিজয় কুমার মহাপাত্র বলেন, "শ্রীমন্দির, গুণ্ডিচা মন্দির, বদদন্তে কোভিড সুরক্ষা আরও জোরদার করা হয়েছে। হেলথ ক্যাম্প বসানো হচ্ছে। এলাকার বাস স্ট্যান্ডেও বসছে এি ক্যাম্প।" রথযাত্রার দিনে আরও বেশি করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিজয় কুমার মহাপাত্র।
ওডিশার স্পেশ্যাল রিলিফ বিভাগের তরফে জানানো হয়েছে, কোভিড বিধির কথা মাথায় রেখেই ২০২১ সালে পুরীর রথযাত্রায় ভক্তদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কেবলমাত্র সেবায়েতরাই অংশগ্রহণ করেছিলেন রথযাত্রা অনুষ্ঠানে। এ বছরও রথযাত্রার উপর একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।