Gamebazz ডেস্ক: চলতি বছরের শেষ থেকে চিপ নির্ভর e-Passport পরিষেবা চালু হতে পারে। এমনটাই জানিয়েছে Tata Consultancy Service। সংস্থার তরফে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। এর জন্য আলাদা একটি কন্ট্রোল সেন্টার এবং একটি নতুন ডেটা সেন্টার তৈরির কাজ চলছে। পুরো বিষয়টি সম্পন্ন হলে চিপ নির্ভর e-Passport পরিষেবা শুরু করা হবে।
এবিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে জাতীয় সংবাদ সংস্থা। সেখানে বলা হয়েছে, TSC- নতুন করে একাধিক Passport Seva Kendra (PSK) তৈরি করবে। এর সঙ্গে বর্তমানে যে PSK-রয়েছে সেগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি যোগ করা হবে। যার ফলে e-Passport এর ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। এর সঙ্গে একাধিক চ্যাটবট, বায়োমেট্রিক এবং অটো রেসপন্স-এর মতো অত্যধুনিক প্রযুক্তি যোগ করা হবে। দ্বিতীয় ধাপে দেশের যতগুলি PSK রয়েছে সবগুলি উন্নত করা হবে।
এবিষয়ে TCS এর পাবলিক সেক্টর বিজ়নেস হেড তাজ ভাতলা বলেন, "তৃতীয় ডেটা সেন্টার তৈরির কাজ চলছে। যেখানে অত্যাধুনিক চিপ নির্ভর e-Passport-এর কম্যান্ড এবং কন্ট্রোল সেন্টার তৈরি করা হবে। পুরো বিষয়টি বিদেশ মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে করা হবে। এক্ষেত্রে একাধিক উন্নত প্রযুক্তির তথ্য প্রযুক্তি সরঞ্জাম প্রয়োজন। পুরো বিষয়টি তৈরির কাজ করা হচ্ছে।"
বর্তমানে প্রয়ুক্তি এবং অটো ইন্ডাস্ট্রি চিপ সমস্যায় জর্জরিত। যদিও এ বিষয়ে তাজ ভাতলা জানিয়েছেন, চিপ সমস্যা রয়েছে ঠিকই। কিন্তু এক্ষেত্রে তার কোনও প্রভাব পড়বে না। নির্দিষ্ট সময়েই Passport 2.0-র কাজ শেষ হবে বলে নিশ্চিত তিনি। এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, সারা বিশ্বে সেমিকন্ডার-পেতে যে সমস্যা তৈরি হয়েছে তাতে কোনও সমস্যা তৈরি হবে না।
E-Passport কী?
সাধারণ পাসপোর্টের মতোই হবে e-Passport। তবে তারসঙ্গে শুধু থাকবে লাইসেন্সের মতো একটি কার্ড। যেখানে যুক্ত থাকবে একটি চিপ। ওই চিপের মধ্যে থাকবে কোনও নাগরিকের যাবতীয় তথ্য যেমন নাম, ঠিকানা, বয়স, বায়োমেট্রিক আইডেন্টিটি সহ যাবতীয় তথ্য মজুত থাকবে। E-Passport চালু হওয়ার ফলে খুব সহজেই যে কোনও দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানা গেছে। এছাড়াও নকল পাসপোর্টের সংখ্যা কমানো সম্ভব।
চিপ নির্ভর e-Passport-এ কী থাকবে?
মূলত এখনকার পাসপোর্টে কোনও চিপ ব্যবহার করা হয় না। কিন্তু নতুন যে চিপ নির্ভর পাসপোর্ট তৈরি করা হচ্ছে তাতে চিপ থাকবে। এবং সেখানে বেশ কিছু তথ্য স্টোর করে রাখা থাকবে বলে জানা গেছে।