Gamebazz ডেস্ক: বছরে এমন কিছু মাস থাকে যে সময়ে অনেক পরিবর্তন ঘটে। মার্চ হোক বা জানুয়ারি। আগামী মাসে অর্থাৎ জুলাইতেও অনেক নিয়ম পরিবর্তন হচ্ছে। ৮ দিন পর জুলাই মাস শুরু হবে এবং রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসবে। যারা আধার এবং প্যান কার্ড লিঙ্ক করবেন না তাদের জরিমানা করা হবে। চলুন জেনে নেওয়া যাক ৮ দিন পর ঠিক কি ধরণের নিয়ম পরিবর্তন হবে।
প্যান আধার লিঙ্ক : আপনি যদি এখনও আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে দ্রুত করুন। আপনার হাতে আর ৮ দিন সময় আছে. আধার প্যান লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন। এর পরে, যাদের আধার প্যান লিঙ্ক করা হয়নি তাদের জরিমানা করা হবে। ৩০ জুনের আগে যদি আপনি এই কাজটি করেন তবে আপনাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। জুলাই থেকে, জরিমানার পরিমাণ বেড়ে হবে ১০০০ টাকা।
ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি: আপনিও যদি শেয়ার ক্রয়-বিক্রয় করেন এবং একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য। ৩০ জুনের মধ্যে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট কেওয়াইসি করুন নাহলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আপনি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন না।
ক্রিপ্টোকারেন্সিতে টিডিএস: যারা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছেন তারা 30 শতাংশ করের পরে আরেকটি ধাক্কা পেতে চলেছেন। এখন যারা ক্রিপ্টোতে অর্থ বিনিয়োগ করছেন তাদেরও 1 শতাংশ টিডিএস দিতে হবে। আপনার লাভ বা ক্ষতি যাই হোক না কেন, আপনাকে টিডিএস দিতে হবে।
রান্নার গ্যাসের দাম: নতুন মাসের শুরুতে অর্থাৎ ১ জুলাই এলপিজি গ্যাসের দাম আবারও বাড়তে পারে। প্রতি মাসের ১ তারিখে দেশীয় ও বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়। আবারও দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পত্তির উপর কর ছাড়: এই তথ্য দিল্লিবাসীদের জন্য। দিল্লিতে, আপনি যদি 30 জুনের মধ্যে সম্পত্তি কর জমা দেন, তবে আপনি 15 শতাংশ ছাড় পাবেন। ৩০ জুনের পর এই ছাড় পাওয়া যাবে না।