আর কয়েক ঘন্টা ! ঝেঁপে আসছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত, জারি ALERT



Gamebazz ডেস্ক: সকাল থেকে আকাশ মেঘলা।কিছুক্ষণের মধ্যেই একাধিক জেলায় নামবে বৃষ্টিপাত। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই প্রবেশ করেছে বর্ষা। মৌসুমীবায়ু প্রবেশের ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। আজ সকালের দিকেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।


হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ঘণ্টার মধ্যে এই জেলাগুলিতে নামবে বৃষ্টিপাত। বাজ পড়ে যাতে কোনও অঘটন না ঘটে সেজন্য সাধারণ মানুষকে সুরক্ষিত জায়গায় থাকার কথা বলা হয়েছে।এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।


বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টিপাত হতে পারে। এই বছর মৌসুমী বায়ু অপেক্ষাকৃত বিলম্বে প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রাথমিকভাবে তা দুর্বল থাকলেও প্রচুর বৃষ্টিপাত হতে পারে, জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞ ড: সুজীব কর।