ধেয়ে আসছে বিপর্যয় ! বাংলায় আরও বাড়বে বৃষ্টির দাপট



Gamebazz ডেস্ক: বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘ। বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন কয়েক পশলা বৃষ্টি হতে পারে শহরে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 


আবহাওয়াবিদ সুজীব কর বলেন,এই মুহূর্তে ওডিশা, বিহার এবং ছত্তিশগড়ের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। সেই নিম্নচাপের আকর্ষণেই উত্তর পূর্ব ভারত থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু দ্রুত প্রবেশ করছে। যার ফলে পশ্চিমবঙ্গেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থা আপাতত জারি থাকবে। তিনি আরও বলেন, ২৩ জুন রাতের দিকে বাংলায় মৌসুমী বায়ু প্রবেশ করবে। প্রথমদিকে মৌসুমী বায়ু খুব একটা সক্রিয় থাকবে না। জুনের শেষদিক থেকে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত শুরু হবে।


কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা যথাক্রমে ৩৪ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার সর্বাধিক এভিব সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৮৮ এবং ৬০ শতাংশ।