ফের নয়া কীর্তি, এবার জনপ্রিয়তায় PUBG-কেও লজ্জায় ফেলবে BGMI!



Gamebazz ডেস্ক: PUBG Mobile ভারতে নিষিদ্ধ হওয়ার পরে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ করেছিল Battlegrounds Mobile India। এই গেম লঞ্চের পরে অসংখ্য মানুষ তা ডাউনলোড করতে শুরু করে। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয় BGMI। সম্প্রতি 10 কোটি গ্রাহকের গণ্ডি ছাড়াল এই ব্যাটল রয়্যাল গেম।


বছর খানেক আগে PUBG Mobile -এর পরিবর্তে ভারতে হাজির হয়েছিল Battlegrounds Mobile India। এই গেমে একই ম্যাপ ও গেম থাকার কারণে দ্রুত PUBG প্রেমীদের মন দ্রুত জয় করে নিয়েছিল এই গেম। তবে ভারতের আইন মেনে এই গেম ডিজাইন করা হয়েছে। PUBG Mobile -এর মতোই লঞ্চের পরে দারুণ সাফল্য পেয়েছিল BGMI। 2021 সালে লঞ্চের পরে এই গেমের একাধিক ই-স্পোর্টস ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এমন কি এই গেমের ডেভেলপার Krafton -এর তরফ থেকেও এই গেমের জন্য বিশাল অঙ্কের পুরষ্কার সহ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।


রিপোর্টে জানানো হয়েছে ভারতে এই গেম লঞ্চ করতে প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলার লগ্নি করেছে Krafton। প্রথম বছরের শেষেই দেশের বাজারে সাফল্যের চূড়ায় পৌঁছল এই গেম। অসংখ্য মানুষ এই গেম ডাউনলোড করে খেলতে শুরু করেছেন। Krafton -এর CEO চাংঘান কিম জানিয়েছেন, ভারতীয় থিমের উপরে নির্ভর করে এই গেমে বিভিন্ন কলাবরেশন করেছি। কোম্পানির তরফ থেকে বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভারতের অনুষ্ঠানগুলি এই গেমে পালন করা হয়েছে। ভারতের গ্রাহকের জন্য এক অনন্য গেম প্লে অভিজ্ঞতা দিতেই এই পদক্ষেপ।


Google Play Store ও Apple App Store থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই গেম ডাউনলোড করা যায়। এই গেমে হুবহু PUBG Mobile -এর মতো গেম প্লে পেয়ে যাবেন। চারজন অথবা দুই জনের দলে এই গেমে যুদ্ধে অংশ নেওয়া যাবে। চাইলে একাও এই গেমে অংশ নেওয়া যাবে। সারভাইভাল ব্যাটল রয়্যাল মোডে যে খেলোয়াড় শেষ পর্যন্ত জীবিত থাকবেন তিনিই বিজয়ী। যদিও এছাড়াও আরও অনেক মোডে এই গেম খেলা সম্ভব।