তথ্য চুরির ভয়ে ভিডিয়ো কলিং করেন না? ফোনে রাখুন নিরাপর এই অ্যাপগুলি



Gamebazz ডেস্ক: ভিডিয়ো কলের জন্য বর্তমানে একাধিক অ্যাপ রয়েছে। বর্তমানে অ্যাপগুলির ক্ষেত্রেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনওভাবেই যেন কোনও তথ্য লিক না হয় তার জন্য একাধিক সিকিউরিটি ফিচার্স যোগ করা হয়েছে। PlayStore বা Apple iStore এ রয়েছে একাধিক ভিডিয়ো কলিং অ্যাপর তার মধ্যে কোন অ্যাপগুলি ব্যবহার করবেন? এবিষয়ে হয়তো অনেকের কাছে স্পষ্ট ধারণা নেই। কারণ অনেক অ্যাপের ক্ষেত্রে ভিডিয়ো লিক হওয়ার সম্ভাবনা থাকে। সেকারণে কোন কোন অ্যাপ ব্যবহার করা সঠিক? জানুন এই প্রতিবেদনে-


​Zoom- অত্যন্ত জনপ্রিয় এই অ্যাপটি নিজের ফোনে রাখতে পারেন। বছর খানেক আগে একবার এই অ্যাপের বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। যদিও পরবর্তীতে Zoom নিজেদের সিকিউরিটি সিস্টেমে ব্যাপক পরিবর্তন আনে। এবং আরও নিরাপত্তা আরও শক্তিশালী করে। ভিডিয়ো কলিংয়ের পাশাপাশি স্ক্রিন শেয়ার অপশন রয়েছে। একসঙ্গে কয়েকশো জন এই অ্যাপে একসঙ্গে যোগ দিতে পারেন।


​Facetime- এই অ্যাপটি শুধুমাত্র Apple-এ ব্যবহার করা সম্ভব। Apple এবং Mac এ এই অ্যাপ ব্যবহার করতে পারেন। খুব সহজেই ভিডিয়ো কল এবং টেক্সট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। কিন্তু Apple থেকে Android এ কল করার সুবিধা নেই এই অ্যাপে। সর্বাধিক 32 জন যোগ দিতে পারবেন এই অ্যাপে।


​Whatsapp- সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপ Whatsapp। এক্ষেত্রে সর্বাধিক মোট 32 জন ভিডিয়ো কলে যোগ দিতে পারবেন ডেটা প্ল্যান বা WiFi-এর মাধ্যমে কল করা সম্ভব। বিশ্বের যে কোনও প্রান্তের ব্যবহারকারীর সঙ্গে Whatsapp এর মাধ্যমে কল করতে পারবেন। এক্ষেত্রে অতিরিক্ত কোনও টাকা খরচ করার প্রয়োজন নেই। অন্যদিকে যেহেতু এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে সেকারণে ডেটা চুরি হওয়ার কোনও ভয় নেই।


​Google Meet- বর্তমানে এই অ্যাপটিরও ব্যবহার বেড়েছে। স্ক্রিন শেয়ার করতে পারবেন। শুধু তাই নয় একসঙ্গে প্রচুর গেস্ট যোগ দিতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। মোবাইল এবং ডেস্কটপের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করা যাবে। আর যেহেতু Google-এর প্রোডাক্ট। সেকারণে তথ্য চুরির কোনও ভয় নেই এই অ্যাপে।


​Facebook Messenger- বিভিন্ন অ্যাপের মধ্যে Facebook Messenger-ও অন্যতম জনপ্রিয় অ্যাপ। কারণ বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগ ব্যবহারকারীই Facebook ব্যবহার করেন। সেকারণে প্রায় অধিকাংশের ফোনেই রয়েছে Facebook Messenger অ্যাপ। যার মাধ্যমে কলিং এবং টেক্সট মেসেজ পাঠানো সম্ভব।