আর মিলবে না ভূর্তুকি ! জানিয়ে দিল মোদী সরকার



Gamebazz ডেস্ক: সমস্ত মন্ত্রকের সব কল্যাণমূলক প্রকল্পের এক বিস্তৃত পর্যালোচনা করতে চায় কেন্দ্র। আসলে সমস্ত প্রকল্পে আধার-ভিত্তিক ডাইরেক্ট বেনেফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবহার করতে চাইছে মোদী সরকার। নকল তথ্য এবং জাল সুবিধাভোগীর সংখ্যা দূর করাই কেন্দ্রের অন্যতম লক্ষ্য। বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের চিহ্নিত করে সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এই পদক্ষেপ।


গত মাসে মন্ত্রিপরিষদ সচিবালয়ের জারি করা একটি অফিস স্মারকলিপি (OM) অনুযায়ী, সমস্ত সুবিধাভোগী-ভিত্তিক কল্যাণমূলক প্রকল্পগুলি আধার-ভিত্তিক ডিবিটি ব্যবহার করে চালিত করতে হবে। এটা নিশ্চিত করার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। 


ডাইরেক্ট বেনেফিট ট্রান্সফার বা সংক্ষেপে ডিবিটি। এর উদ্দেশ্য হল ভর্তুকি হস্তান্তরের মাধ্যমে কল্যাণমূলক প্রকল্পগুলিতে স্বচ্ছতা আনা। সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকি প্রদানের ফলে ভুয়ো নথি, জাল পরিচয়ের কারণে অযোগ্য ব্যক্তির হাতে ভর্তুকি যাওয়া রোধ করা এর লক্ষ্য।