আধারের সঙ্গে না লিঙ্ক করলে বাতিল হবে আপনার ভোটার কার্ড? রইল সহজ পদ্ধতি



Gamebazz ডেস্ক: আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার জন্য 1 অগাস্ট থেকে প্রচার অভিযান শুরু করবে মহারাষ্ট্র নির্বাচন কমিশন। সম্প্রতি এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীকান্ত দেশপান্ডে। একই নামে একাধিক জায়গায় ভোটার কার্ড থাকলে আধারের সঙ্গে সংযোগ প্রক্রিয়ায় ভুয়ো নামগুলি বাতিল করা সম্ভব হবে।


এই কাজে মহারাষ্ট্রের বিভিন্ন ক্যাম্প শুরু করবে কমিশন। 1 অগাস্ট থেকে এই ক্যাম্প শুরু হবে। সেখানে নাগরিকরা সহজে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তবে চাইলে অনলাইনে সহজে এই কাজ করা সম্ভব। ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল (NVSP) থেকে কয়েকটি সহজ ধাপে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা যাবে। সেই পদ্ধতি দেখে নিন।


-NSVP পোর্টালে লগ ইন করুন

-হোম পেজে Electoral Roll অপশন বেছে নিন

-EPIC নম্বর অথবা ব্যক্তিগত তথ্য দিয়ে নিজের ভোটার কার্ড সার্চ করুন

-বাঁ দিকে Feed Aadhaar No অপশনে ক্লিক করুন

-পপ-আপ উইন্ডোতে আধার কার্ডের তথ্য দিন

-প্রয়োজনীয় তথ্য দিয়ে OTP -র মাধ্যমে অথেন্টিকেট করুন। রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেলে OTP আসবে

-এবার Submit সিলেক্ট করুন

-আধারের সঙ্গে EPIC সফলভাবে সংযুক্ত হলে স্ক্রিনে সেই মেসেজ দেখতে পাবেন


যদিও এখনও আধারের সঙ্গে ভোটার কার্ড সংযোগ বাধ্যতামূলক হয়নি। দেশের নাগরিকরা চাইলে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে পারেন। শ্রীকান্ত দেশপান্ডে পরিষ্কার জানিয়ে দিয়েছে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক না করলে তালিকা থেকে কোন নাম বাদ যাবে না। ফলে এই কাজ না করলেও আপনার ভোটার কার্ড এখনও বৈধ থাকবে।