রকেটের গতিতে চার্জ হবে স্মার্টফোন! খেয়াল রাখুন ছোট্ট এই বিষয়গুলি



Gamebazz ডেস্ক: এখন প্রতিটি ফোনের সঙ্গে দেওয়া হয় ফাস্ট চার্জিং অ্যাডপ্টার। এর ফলে খুব অল্প সময়েই ফুল চার্জ করা সম্ভব। কিন্তু আপনার ফোনের কি ফাস্ট চার্জিং কেবল নেই? ফলে আপনার ফোন চার্জ দিতে একটু বেশিই সময় লাগে? চলুন জেনে নেওয়া যাক কীভাবে খুব অল্প সময়ে আপনি ফোনের চার্জ সম্পূর্ণ করতে পারবেন।


সাধারণত ফাস্ট চার্জিং অ্যাডপ্টারের মাধ্যমে কোনও ফোনে চার্জ দিতে সর্বনিম্ন 10 মিনিট সময় লাগে। অন্য়দিকে যে সব ফোনে ফাস্ট চার্জিং অ্যডপ্টার থাকে না সেক্ষেত্রে ফোন সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগে প্রায় 1 ঘণ্টা। কিন্তু ফাস্ট চার্জিং কেবল ছাড়াই কম সময়ে যেভাবে আপনার ফোন চার্জ করবেন-


সুইচ অফ করে চার্জ করুন- ফোন অন করে চার্জ করলে তুলনামূলক অনেকটাই বেশি সময় লাগে। কিন্তু ফোন অফ করে চার্জ করলে তুলনামূলক অনেক কম সময় লাগে। সেকারণে ফোন চার্জ করার সময় অবশ্যই ফোন সুইচ অফ করে চার্জ করুন।


ফ্লাইট মোড অন করুন- হয়তো কেউ ফোন অফ করে ফোন চার্জ করতে ইচ্ছুক নয়। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফোনে ফ্লাইট মোড অন করুন। কারণ সেক্ষেত্রে ফ্লাইট মোড অন থাকলে নেটওয়ার্কের সঙ্গে ফোন সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে অতি দ্রুত ফোন চার্জ করা সম্ভব।


ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন- হয়তো অনেকের গুরুত্বপূর্ণ কাজের জন্য ফোন বন্ধ করে রাখা সম্ভব নয়। এমনকী ফোনে ফ্লাইট মোড অন রাখতেও সমস্যা। কারণ সেক্ষেত্রে কলিং এবং নেট সংযোগ সম্পূর্ণ বন্ধ হলে সমস্যা তৈরি হতে পারে। সেকারণে অন্তত নেট সংযোগ বন্ধ রাখতে পারেন। কারণ তার ফলে অতি দ্রুত ফোন চার্জ করা সম্ভব।


ফোন ব্যবহার বন্ধ রাখুন- অনেকে ফোন চার্জ করার সময় বিভিন্ন রকম কাজ করেন। যেমন গেমিং, নেট সার্ফিং ইত্যাদি। অথবা অফিসের বিভিন্ন কাজও করেন। সেক্ষেত্রে ফোন চার্জ হতে দেরি হয়। সেকারণে দ্রুত ফোন চার্জ করার জন্য এই কাজগুলি বন্ধ রাখুন।এই বিষয়গুলি মাথায় রাখলে অতি দ্রুত ফোন চার্জ করা সম্ভব। এমনকী, কোনও ফাস্ট চার্জিং অ্যাডপ্টারের প্রয়োজন হয় না।