Gamebazz ডেস্ক: ভারতে বাড়ছে মাঙ্কিপক্সের আতঙ্ক। কেরালার পর এবার দিল্লিতে মিলল মাঙ্কিপক্সের জীবাণু। মহামারির আতঙ্কে নড়েচড়ে বসল কেন্দ্র। দেশের কয়েকটি বিমানবন্দরে জারি করা হল সতর্কতা। দিল্লির পাশাপাশি, কেরালা, তামিলনাড়ুর, কর্নাটক এবং ওড়িশার বিমানবন্দরগুলিতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
কেরালায় এখনও পর্যন্ত তিন জনের শরীরে মিলেছে মাঙ্কিপক্সের জীবাণু। এরপরই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে কড়া নজরদারির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গত ২১ দিনে মাঙ্কিপক্স আক্রান্ত দেশগুলিতে কেউ গিয়েছিলেন কিনা, তাও খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। মাঙ্কিপক্সের কোনও সন্দেহজনক কেস ধরা পড়লে সঙ্গে সঙ্গে লোকনায়ক হাসপাতালে ভর্তি করার জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে দিল্লি সরকারের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের পক্ষ থেকে। সেই সঙ্গে বিমানবন্দরগুলিতে নজরদারি বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।
উল্লেখ্য যে মাঙ্কিপক্সের প্রধান লক্ষণ হচ্ছে হাই ফিভারের সঙ্গে কোমর ব্যথা এবং জয়েন্টের ব্যথা। সেই সঙ্গে মাঙ্কিপক্স পরীক্ষার জন্য নমুনাগুলি পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর পাশাপাশি সন্দেহভাজনদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস মিলেছে কেরলে। তাই সংক্রমণ রুখতে রাজ্যের আন্তর্জাতিক বিমানবন্দরের উপর করা নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাঙ্কিপক্সের লক্ষণগুলি পরীক্ষা করার জন্য বিমানবন্দরগুলিতে থার্মাল স্ক্যানিংয়ের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। সেই সঙ্গে বিমানবন্দরে স্বাস্থ্য ডেস্ক স্থাপন করা হয়েছে। রাজ্যের ১৪ টি জেলায় টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার।