Gamebazz ডেস্ক: মধ্যবিত্তের পকেটকে কিছুটা সুরাহা দিতে ভোজ্য তেল কোম্পানিগুলিকে দ্রুত দাম কমানোর নির্দেশ দিয়েছিল সরকার। সেই মতো এবার একাধিক কোম্পানি ভোজ্য তেলের দাম কমাতে শুরু করেছে। সম্প্রতি সয়াবিন তেল এবং রাইস ব্র্যান্ড অয়েলের দাম লিটার প্রতি 14 টাকা করে কমাল Mother Dairy। বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম কমাতেই কেন্দ্রের তরফে কোম্পানিগুলিকে তেলের MRP কমাতে নির্দেশ দেওয়া হয়েছিল।Mother Dairy 'ধারা' ব্র্যান্ডের নামে নিজেদের তেল বিক্রি করে। সরকার ভোজ্যতেল কোম্পানিগুলিকে দাম কমানোর নির্দেশ দেওয়ার পরেই মাদার ডেয়ারি এই পদক্ষেপ নিয়েছে।
এই দাম কমানোর পর, ধারা-র রিফাইন্ড সয়াবিন তেল পাওয়া যাবে 180 টাকাতে। সেই দাম এখন রয়েছে 194 টাকা। একইভাবে, ধারা-র রাইস ব্র্যান অয়েলের দাম এখন প্রতি লিটার 194 টাকা থেকে কমে দাঁড়াবে 184 থেকে 185 টাকা প্রতি লিটার। এছাড়া কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিন কুড়ির মধ্যে সানফ্লাওয়ার অয়েলের দামও কমতে পারে। নতুন MRP-সহ প্যাকেট আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই বাজারে আসতে পারে।
কেন্দ্রের নির্দেশের পর বাবা রামদেবের কোম্পানি Patanjali Foods-ও তেলের দাম কমানোর কথা বলেছে। পতঞ্জলি 2022 সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত ভোজ্য তেলের দাম প্রতি লিটারে 25 টাকা পর্যন্ত কমিয়েছে। পাম তেল এবং সয়া তেল প্রতি লিটারে 20 টাকা কমিয়েছে। সানফ্লাওয়ার অয়েলের দামও লিটার প্রতি 25 টাকা কম হয়েছে।