Gamebazz ডেস্ক: কয়েক সপ্তাহ ধরে বাজার গরম করার পরে শেষমেশ Reno সিরিজে দুটি নতুন ফোন আনল Oppo। Oppo Reno 8 Pro ও Reno 8 লঞ্চ হয়েছে ভারতে। দুটি ফোনেই থাকছে 50 MP প্রাইমারি ক্যামেরা, FHD+ ডিসপ্লে ও MediaTek প্রসেসর। চলতি বছর চিনে লঞ্চ হয়েছিল Oppo Reno Pro+। সেই ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হল Oppo Reno 8 Pro।
Oppo Reno 8 Pro কিনতে 45,999 টাকা খরচ হবে। এই ফোনে 12 GB RAM + 256 GB স্টোরেজ থাকছে। কালো ও সবুজ রঙে এই ফোন পাওয়া যাবে। ICICI Bank, SBI Cards, Kotak Bank ও Bank of Baroda ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করলে 10 শতাংশ অতিরিক্ত ছাড় (₹4,000 পর্যন্ত) পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির তরফে জানানো হয়েছে ICICI Bank, SBI cards, Kotak Bank কার্ড ব্যবহার করে EMI ছাড়াও লেনদেনে 1,500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
এদিকে Oppo Reno 8 কিনতে খরচ হবে 29,999 টাকা। 8 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো ও সোনালি রঙে বিক্রি হবে এই ফোন। ICICI Bank, SBI Cards, Kotak Bank ও Bank of Baroda ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করলে 10 শতাংশ অতিরিক্ত ছাড় (₹3,000 পর্যন্ত) পাওয়া যাবে। ICICI Bank, SBI cards, Kotak Bank কার্ড ব্যবহার করে EMI ছাড়াও লেনদেনে 1,200 টাকা ক্যাশব্যাক মিলবে। 25 জুলাই বিক্রি শুরু হবে Oppo Reno 8। অন্যদিকে Oppo Reno 8 Pro বিক্রি শুরু হবে 19 জুলাই।
Oppo Reno 8 Pro: স্পেসিফিকেশন
Oppo Reno 8 Pro-তে Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 12.1 স্কিন। এই ফোনে 6.7 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দিয়েছে Oppo। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও পাবেন HDR 10+ সাপোর্ট। ফোনের ভিতরে রয়েছে MediaTek Dimensity 8100-Max চিপসেট। সঙ্গে 12 GB LPDDR5 RAM দিয়েছে Oppo।
ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 50 MP Sony IMX766 প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 MP ম্যাক্রো ক্যামেরা। কম আলোতে ভালো ছবির জন্য বিশেষ নিউরাল প্রসেসিং ইউনিট ব্যবহার হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32 MP ক্যামেরা থাকছে এই ফোনে। Oppo Reno 8 Pro-তে থাকছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 80W ফাস্ট চার্জ সাপোর্ট।
Oppo Reno 8: স্পেসিফিকেশন
এই ফোনেও Android 12 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 12.1 স্কিন চলবে। থাকছে 90 Hz রিফ্রেশ রেটের 6.43 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের MediaTek Dimensity 1300 চিপসেট দিয়েছে Oppo। সঙ্গে রয়েছে 8 GB LPDDR4x RAM।
এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরাতেও থাকছে 50 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে একটি 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি 2 MP ম্যাক্রো ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য রয়েছে 32 MP সেন্সর।256 GB স্টোরেজে কেনা যাবে Oppo Reno 8। এই ফোনেও 4,500 mAh ব্যাটারি দিয়েছে Oppo। সঙ্গে রয়েছে 80W ফাস্ট চার্জিং।