Gamebazz ডেস্ক: হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই খানিকটা স্বস্তিতে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারও সকাল থেকে হালকা মেঘলা আকাশ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে।দক্ষিণবঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী চার থেকে পাঁচ দিন ৫ জেলায় বৃষ্টি হবে বলে জানা গেছে। এই বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। উত্তরবঙ্গের ৫ জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস।
আজ (বৃহস্পতিবার) উত্তরবঙ্গের তিনটি জেলার (দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার) একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের (৭০ থেকে ২০০ মিলিমিটার) পূর্বাভাস আছে। বাকি তিন জেলায় (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির একটি বা দুটি জায়গায় অতি ভারী বৃষ্টির (৭০ থেকে ২০০ মিলিমিটার) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (৭০ থেকে ১১০ মিলিমিটার) সম্ভাবনা আছে। বাকি তিন জেলায় (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত (৭০ থেকে ২০০ মিলিমিটার হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানায়, মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গে খুব বেশি পড়বে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টি হলেও তা হালকা ও মাঝারি হবে।