Gamebazz ডেস্ক: পৃথিবীর কোথায় কী ঘটছে সব খবর আপনার মুঠোফোনে পৌঁছে দেয় বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। শুধু তাই নয়, ইন্টারনেটে না জানা কোনো তথ্য বা উপাদান খুঁজে দেওয়ার ক্ষেত্রেও জুড়ি মেলা ভার এই সংস্থার। কিন্তু আপনি কি জানেন গুগল সার্চ ইঞ্জিনেরও রয়েছে একাধিক বিকল্প। যাদের ব্যবহার কয়েক কোটিতে।
তবে এ কথা ঠিক সার্চ ইঞ্জিনের দুনিয়ায় গুগলের আধিপত্য অন্য যে কোনো সংস্থার থেকে অনেক বেশি। কিন্তু তবুও গুগলকে টেক্কা দিতে এক চুলও ত্রুটি রাখছে না এই সংস্থাগুলো-
বিং: মাইক্রোসফটের তৈরি একটি সার্চ ইঞ্জিন বিং। এখানে রয়েছে লক্ষাধিক কনটেন্ট, পণ্য এবং একাধিক পরিষেবা। ২০২০ সালের জানুয়ারি অবধি, মার্কিন যুক্তরাষ্ট্রের এক চতুর্থাংশ সার্চ হয়েছে কেবল বিং থেকেই।
এই বিং-এর একটি রিওয়ার্ড প্রোগ্রাম রয়েছে যেখানে কিছু অনুসন্ধান করা মাত্রই আপনি পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। এই পয়েন্টগুলি মাইক্রোসফ্ট এবং উইন্ডোজ স্টোরগুলিতে ব্যবহার করা যাবে।
কেউ কেউ বলেন, কিছু কিছু ক্ষেত্রে গুগলের থেকেও ভালো পরিষেবা দেয় বিং। বিং-এর ইমেজ সার্চ এপিআই দারুণ জনপ্রিয় ব্যবহারকারীদের মধ্যে। ইমেজ ছাড়াও ওয়েব, ভিডিও, এবং ম্যাপ সার্চ করার পরিষেবা দেয় বিং।
ইয়ানডেক্স: ইয়ানডেক্স হচ্ছে একটি রাশিয়ান ইন্টারনেট-ভিত্তিক পন্য ও সেবা প্রদানকারী বহুজাতিক কর্পোরেশন, যার মধ্যে রয়েছে সার্চ এবং তথ্য সেবা, ই-কমার্স, পরিবহন, ন্যাভিগেশন, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অনলাইন বিজ্ঞাপন। ইয়ানডেক্স মোট মোট ৭০ টি পরিষেবা প্রদান করে।
ইয়াহু: Google, Bing এর পর এটিও তৃতীয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এটির সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। My Yahoo!, Yahoo Mail, Yahoo News, Yahoo Finance, Yahoo Sports এর মতো একাধিক পরিষেবা প্রদান করে এই সার্চ ইঞ্জিন। তবে ২০০৮ সালে Yahoo কে ৪৪.৬ বিলিয়ন ডলারে বিনিময়ে কেনার প্রস্তাব রাখে মাইক্রোসফট।
২০০৯ সালে এই চুক্তি সম্পন্ন হয় এবং ওয়েবসাইট পরিষেবার জন্য মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করতে শুরু কয়ে Yahoo। তবে ২০১৭ সালে Verizon Communication এই সংস্থাকে কিনে নেয়।