'ঘুম থেকে উঠতে পারব তো?'...সঠিক স্টেশনের আগে তিন টাকায় মুশকিল আসান করবে ভারতীয় রেল



Gamebazz ডেস্ক: যাঁরা দূরপাল্লার সফর করেন- তাঁদের একটাই চিন্তা। 'ঘুম থেকে উঠতে পারব তো?'...নিজেদের গন্তব্য আসার আগে, ঘুম থেকে উঠতে পারার চিন্তা থাকে অনেকের। সঠিক সময় ঘুম থেকে উঠতে না পারার জন্য মিস হয়ে যায় গন্তব্য। কিছুটা চিন্তিত হয়েই তাই ঘুমোতে যান, রেলযাত্রীদের একাংশ।


এই সমস্যা সমাধানে এবার আসরে নামল ভারতীয় রেল। নির্ধারিত সময়ের আগেই, যাত্রীরা যাতে ঘুম থেকে উঠতে পারেন-সেই জন্য ভারতীয় রেল নিয়ে এসেছ ডেস্টিনেশন অ্যালার্ট সার্ভিস। এই পরিষেবা ব্যবহার করলে এবার থেকে গন্তব্যে পৌঁছানোর আগেই ঘুম ভাঙবে যাত্রীদের। রাত 11 টা থেকে সকাল 7টা পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবার সুবিধা।


ঠিক কী ভাবে কাজ করবে এই পরিষেবা?


'Destination Alert' এর মাধ্যমে নাগরিকেরা, নিজেদের গন্তব্যে পৌঁছানোর 20 মিনিট আগে নিজেদের ফোনে একটি মেসেজ পাবেন। যাত্রীরা এই মেসেজ পাবেন 139 নম্বর ডায়াল করেই। এই নম্বরে ডায়াল করে নিজেদের ফোনে এই পরিষেবা পাবেন যাত্রীরা৷


কী ভাবে নিজেদের ফোনে ডেস্টিনেশন অ্যালার্টের মেসেজ পাবেন যাত্রীরা? দেখে নিন


প্রথম ধাপ:  প্রথমে মোবাইলে 139 নম্বর ডায়াল করুন। নিজেদের যে নম্বরে ওই পরিষেবা পেতে চান-- সেই নম্বর থেকে ডায়াল করুন।

দ্বিতীয় ধাপ: নিজের পছন্দমতো ভাষা বেছে নিন।

তৃতীয় ধাপ:  2 নম্বর ডায়াল করে 'ওয়েক আপ কল' অ্যালার্ট সেট করুন।

চতুর্থ ধাপ:  10 সংখ্যার PNR নম্বর দিন।

পঞ্চম ধাপ: 1 প্রেস করে PNR নম্বর কনফার্ম করুন।

ষষ্ঠ ধাপ:  ফোনে একটি কনফার্মেশন মেসেজ আসবে।