ঝমঝমিয়ে নামছে বৃষ্টি ! দেখে নিন কোন কোন জেলা ভাসতে চলেছে



Gamebazz ডেস্ক: জুলাইয়ের মাঝামাঝি হলেও এখনও তেমনভাবে বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। অবশেষে সদয় আবহাওয়া! নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা! আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া,কলকাতা,হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এর অন্যতম কারণ নিম্নচাপ। 


উল্লেখযোগ্যভাবে, বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওডিশা পর্যন্ত অবস্থান করছে একটি নিম্নচাপ। অন্যদিকে, নিজের অবস্থান থেকে মৌসুমী অক্ষরেখা সামান্য দক্ষিণে রয়েছে। তবে নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না বলে জানাচ্ছে আলিপুর। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।


তবে ১৮ তারিখ থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত।