বাংলায় আবার হু হু করে বাড়ছে করোনা! ঠিক কখন হাসপাতালে ভর্তি হবেন ? জারি হল গাইডলাইন



Gamebazz ডেস্ক: সামান্য ওঠা-পড়া নিয়েই ধারাবাহিক ভাবে রাজ্যে বেড়ে চলেছে করোনা। তবে সিংহভাগ আক্রান্তেরই উপসর্গ হয় নেই অথবা মৃদু। কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়তেই আনুপাতিক হারে বেড়ে চলেছে গুরুতর অসুস্থের সংখ্যাও। ঠিক এই পরিস্থিতিতে ঠিক কখন হাসপাতালে ভর্তি হতে হবে তারই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর।


স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, করোনার গুরুতর উপসর্গগুলো যাতে রোগী বা চিকিৎসক, কোনও পক্ষই লঘু করে না দেখেন, সেই উদ্দেশ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক নির্দেশিকা অনুযায়ী ঠিক কখন হাসপাতালে ভর্তি করা উচিত -


-যদি টানা দু'দিনের বেশি ধূম জ্বর থাকে

-যদি প্রবল কাশি কিংবা শ্বাসকষ্ট থাকে

-যদি রক্তে অক্সিজেনের মাত্রা ৯৪% বা তার চেয়েও বেশি কমে যায়

-যদি বুকে ব্যথা বা মানসিক আচ্ছন্ন ভাব থাকে

-যদি বাড়াবাড়ি কো-মর্বিডিটি থাকে