Gamebazz ডেস্ক: বড়সড় সুবিধা পেতে চলেছেন WhatsApp ব্যবহারকারীরা। এবার থেকে একই নম্বরের WhatsApp অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করতে পারবেন। এতদিন এই সুবিধা ছিল না। কিন্তু বর্তমানে এই সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সংক্রান্ত একটি পোস্ট করেছে WABetainfo।
ইতিমধ্যে যাঁরা WhatsApp Beta Android 2.22.15.13 ব্যবহার করেন তাঁরা এই ফিচার ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে এই ফিচার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীতে সকল ব্যবহারকারীদের জন্যই এই ফিচার আপডেট দেওয়া হবে।
এই ফিচারের মাধ্যমে মূলত দুটি ফোনে চ্যাট ট্রান্সফার করা যাবে। অর্থাৎ এখন শুধুমাত্র একটি ফোনেই Whatsapp-এর একটি নম্বর দিয়ে রেজিস্টার করা সম্ভব। ফলে অন্য কোনও ফোনে সেই নম্বর দিয়ে রেজিস্টার করতে হলে আগের ফোনের সব চ্যাট মুছে যাবে। এমনকী পুরনো ফোনের অ্যাকাউন্ট ডিলিট হয়ে নতুন ফোনে অ্যাকাউন্ট তৈরি হবে।
কিন্তু নতুন যে ফিচার আনা হচ্ছে সেক্ষেত্রে দুটি ফোনে একই নম্বর দিয়ে WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব হবে। এই মোডটির নাম দেওয়া হয়েছে WhatsApp Companion Mode। এমনকী শুধু একটি ডিভাইস নয় একাধিক ডিভাইসের মধ্যেই একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হবে। এই সুবিধা বর্তমানে Telegram-এ থাকলেও WhatsApp- এই বিষয়ে অনেকটাই পিছিয়ে ছিল। এবার সেই জায়গায় এগিয়ে থাকতে Companion ফিচার নিয়ে আসছে Whatsapp।দুটি ফোনে একই সময়ে WhatsApp ব্যবহার করলেও চ্যাট ব্যাকআপ পেতে কোনও সমস্যা হবে না। দুটি ফোন থেকেই সমানভাবে চ্যাট ব্যাকআপ পাওয়া সম্ভব হবে।