ভুলেও মৃত ব্যক্তির ATM CARD থেকে টাকা তুলবেন না! ক্ষতি হতে পারে



Gamebazz ডেস্ক: উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যাঙ্কিং ব্যবস্থা মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন এনেছে। আজকাল ব্যাঙ্কে গিয়ে নগদ টাকা না তুলে, এটিএম-এ গিয়ে নগদ টাকা তুলে নেওয়া যায়। এতে মানুষের সময় বাঁচলেও টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম চালু করেছে আরবিআই।


আরবিআই-এর এই নিয়মগুলি মেনে চলা খুবই জরুরী নইলে বড় সমস্যায় পড়তে পারে গ্রাহক। আজকাল বেশিরভাগ মানুষই তাদের অ্যাকাউন্টের সঙ্গে এটিএম কার্ড অর্থাৎ ডেবিট কার্ড রাখেন। প্রয়োজনে তারা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়।


অনেক সময় অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে তাঁর পরিবারের লোকেরা এটিএম কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়, কিন্তু এই কাজটি বেআইনি। কোনও ব্যক্তির মৃত্যুর পরে, সেই মৃত ব্যক্তির এটিএম থেকে নগদ টাকা তোলার অধিকার নেই। এটা করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।


সাম্প্রতিক অতীতে, এমন অনেক ঘটনা ঘটেছে যখন কোনও ব্যক্তির মৃত্যুর পরে, তার পরিবার এটিএম থেকে টাকা তুলে নিয়েছে। যারা এ কাজ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।নিয়মানুযায়ী, নমিনিও  অ্যাকাউন্টধারীর মৃত্যুর খবর ব্যাংককে না জানিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। অ্যাকাউন্টধারীর মৃত্যু সম্পর্কে তাকে প্রথমে ব্যাঙ্ককে জানাতে হবে। তার পরই তিনি মৃত্যু দাবি করে টাকা তুলতে পারবেন।


ডেথ ক্লেম করতে, নমিনিকে প্রথমে আপনার আধার কার্ডের সঙ্গে  অ্যাকাউন্টধারীর মৃত্যুর শংসাপত্র জমা দিতে হবে। এর পরে ব্যাঙ্ক নমিনিকে অ্যাকাউন্টে জমা সমস্ত টাকা দেবে এবং অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে। যদি অ্যাকাউন্টে কোনও ব্যক্তিকে মনোনীত করা না হয়, তবে অ্যাকাউন্টধারীর মৃত্যুর পরে, তার সমস্ত আইনি উত্তরাধিকারীকে উত্তরাধিকার শংসাপত্র জমা দিতে হবে। এর পরেই অ্যাকাউন্টের ডেথ ক্লেইম প্রক্রিয়া সম্পন্ন হবে।