এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আমানতকারীরা তুলতে পারবেন না সঞ্চয়



Gamebazz ডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রুপি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। আরবিআই বুধবার বলে যে এটি ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর মুম্বই হাইকোর্টের আদেশের ভিত্তিতে পুনের রুপি সমবায় ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই আদেশ আজ থেকে ছয় সপ্তাহ পর অর্থাৎ ২০২২ সালের ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক বলে যে রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ককে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলে এটি জনস্বার্থের হিতে হবে না। ব্যাঙ্কটির বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এটি তার আমানতকারীদের পুরো টাকা ফেরত দেওয়ার অবস্থায় নেই।


আরবিআই জানিয়েছে যে আজ থেকে ছয় সপ্তাহ পরে এই সমবায় ব্যাঙ্ক ব্যাঙ্কিং ব্যবসা করা বন্ধ করবে। আরবিআই জানিয়েছে যে ব্যাঙ্কের 'ব্যাঙ্কিং' ব্যবসা নিষিদ্ধ করা হবে। এই বিধিনিষেধের জেরে জনগণের নগদ অর্থ জমা করা বা জমা অর্থ পরিশোধ করতে পারবে না সমবায় ব্যাঙ্কটি। গ্রাহকরা সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত তাদের আমানত ফেরত পাবেন। আরবিআই বলেছে যে ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে, আমানতকারীদের ৯৯ শতাংশেরও বেশি তাঁদের আমানত ফেরত পাওয়ার অধিকারী।


ব্যাঙ্কিং নিয়ন্ত্রক সংস্থাটি মহারাষ্ট্রের কো-অপারেটিভস কমিশনার এবং কো-অপারেটিভ সোসাইটিজের রেজিস্ট্রারকে ব্যাঙ্ক বন্ধ করতে এবং ব্যাঙ্কের জন্য একটি লিকুইডেটর নিয়োগ করতে বলেছে। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে রুপি কো-অপারেটিভ ব্যাঙ্কের ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করা হয়েছে কারণ ব্যাঙ্কের যথেষ্ট মূলধন এবং উপার্জনের সম্ভাবনা নেই। এটি ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা ১১(১) এবং ধারা ২২(৩)(ডি)-এর পাশাপাশি ৫৬ ধারার বিধান অনুসারে ব্যাঙ্কের পরিচালনা সঠিক নয়৷ তাছাড়া ধারা ২২(৩)(এ), ২২(৩)(বি), ২২(৩)(সি), ২২(৩)(ডি) এবং ২২(৩)(ই)-এর প্রয়োজনীয়তাগুলি মেনে চলতে ব্যর্থ হয় এই সমবায় ব্যাঙ্ক।