28 কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা! কাঠগড়ায় EPFO



Gamebazz ডেস্ক: প্রভিডেন্ট ফান্ড (PF) থেকে 28 কটি ভারতীয় তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করেছেন ইউক্রেনের সুরক্ষা বিশেষজ্ঞ বব দিয়াচেঙ্কো (Bob Diachenko)। এই বিপুল পরিমাণ ভারতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে তা ফাঁস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। PF অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সল অ্যাকাউন্ট নম্বর (UAN) ছাড়াও নাম, বৈবাহিক অবস্থা, আধারের (Aadhaar) তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অনলাইনে ফাঁস করেছে হ্যাকাররা। বব দিয়াচেঙ্কো জানিয়েছেন দুটি ভাগে এই EPFO তথ্য ফাঁস করা হয়েছে। এই দুই IP অ্যাড্রেস Microsoft -এর Azure ক্লাউড স্টোরেজ ব্যবহার করেছে।


2 অগাস্ট এই পোস্ট সামনে আসে। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ বব দিয়াচেঙ্কো জানিয়েছেন দুটি পৃথক IP অ্যাড্রেস থেকে UAN নামে ডেটা ক্লাস্টার খুঁজে পাওয়া গিয়েছে। এর মধ্যে প্রথম ভাগে 280,472,941টি তথ্য ও দ্বিতীয় ভাগে 8,390,524টি তথ্য খুঁজে উপস্থিত ছিল।


নিজের পোস্টে বব দিয়াচেঙ্কো জানিয়েছেন, “এই স্যাম্পল হাতে পাওয়ার পরেই সাধারণ ব্রাউজারের মাধ্যমে অনুসন্ধান করার পরে বুঝতে পারি এখানে খুব গুরুত্বপূর্ণ ও বড় তথ্যের হদিশ মিলেছে।” যদিও এই তথ্য এখন কার মালিকানায় রয়েছে তা খুঁজে পাওয়া যায়নি। Microsoft -এর ক্লাউড প্ল্যাটফর্ম Azure -এর মাধ্যমে এই তথ্য ক্লাউড সার্ভারে সেভ করা ছিল। যদিও ঠিক কোথা থেকে এই ডেটা আপলোড করা হয়েছে তা রিভার্স DNS -এর মাধ্যমেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি।


ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে (CERT-In) একটি টুইটে ট্যাগ করে তাদের এই ডেটা ফাঁস সম্পর্কে অবহিত করে বব দিয়াচেঙ্কো। CERT-In তার টুইটের জবাব দিয়েছে তাকে একটি ইমেলে হ্যাক করার রিপোর্ট দিতে বলে। তার টুইট করার 12 ঘণ্টার মধ্যে দুটি IP অ্যাড্রেস সরিয়ে নেওয়া হয়েছিল। দিয়াচেঙ্কো বলেছেন যে 3 আগস্ট থেকে, কোনও ব্যক্তি অথবা সংস্থা হ্যাকের দায় নিতে এগিয়ে আসেনি।