Gamebazz ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন অফার নিয়ে এসেছে বিএসএনএল। 449 টাকা ও 599 টাকা প্লানের দাম অনেকটা কমিয়ে দিয়েছে। 75 দিন ভ্যালিডিটির এই দুটি প্ল্যানই এবার মাত্র 275 টাকায় রিচার্জ করা যাবে। অর্থাৎ প্রতি দিনের হিসাবে ৩ টাকা খরচ হবে।পাশাপাশি বিএসএনএল তার আর একটি ব্রডব্যান্ড প্ল্যান 999 টাকার প্ল্যানের ক্ষেত্রেও এই একই অফার উপলব্ধ করেছে। এখন বিএসএনএলের এই স্বাধীনতা দিবসের অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
খরচ কমলেও প্ল্যান দুটিরই অফার কিন্তু আগের মতো একই থাকছে। এই দুই প্ল্যানের ভ্যালিডিটিই 75 দিন। তারপর ভ্যালিডিটি শেষ হয়ে গেলে আগের দামেই আবার প্ল্যানগুলি রিচার্জ করতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি 449 টাকার প্ল্যানটি এখন রিচার্জ করেন, তাহলে তাঁকে মাত্র 275 টাকা খরত করতে হবে। কিন্তু প্ল্যানের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে তাঁকে পরবর্তীতে 449 টাকা খরচ করেই প্ল্যানটি পুনরায় রিচার্জ করাতে হবে।
999 টাকার প্ল্যান – এই প্ল্যানটি রচার্জ করতে এখন 775 টাকা খরচ করতে হবে, যার ভ্যালিডিটি 75 দিন। এই প্ল্যানে ব্যবহারকারীরা সব মিলিয়ে 2TB ডেটা মিলবে 150Mbps স্পিজে। একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম অফার করা হবে প্ল্যানটিতে। সেই তালিকায় রয়েছে, ডিজ়নি প্লাস হটস্টার, হাঙ্গামা, সনি লিভ, জ়ি ফাইভ, ভুট।