দারুন খবর : ৩ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী ঋণে ভর্তুকি বাড়িয়ে দিল মোদী সরকার



Gamebazz ডেস্ক: দেশের অন্নদাতাদের জন্যে দারুন খবর। ৩ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী কৃষি ঋণের উপর বার্ষিক ১.৫% সুদের সহায়তার অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার নরেন্দ্র মোদীর সভাপতিতে এই এটি সবুজ সংকেত পায়। 


২০২২-২৩ অর্থবর্ষে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে (সরকারি খাতের ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক) ১.৫% সুদের সাবভেনশন প্রদান করা হবে। আগামী ২০২৪-২৫ সাল পর্যন্ত কৃষকদের ৩ লক্ষ টাকার স্বল্পমেয়াদী কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।


সুদের সাবভেনশনে এই বৃদ্ধির জন্য এই স্কিমের অধীনে ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ সময়কালে ৩৪,৮৫৬ কোটি টাকার অতিরিক্ত খরচ হবে।সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সুদের সাবভেনশন বৃদ্ধির ফলে কৃষি খাতে ঋণ প্রবাহের স্থায়িত্ব নিশ্চিত হবে। সেই সঙ্গে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের আর্থিক দৃঢ়তা ও কার্যকারিতা নিশ্চিত করা হবে। বিশেষ করে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক ও সমবায় ব্যাঙ্কের ক্ষেত্রে এটি তাত্পর্যপূর্ণ। গ্রামীণ অর্থনীতিতে পর্যাপ্ত কৃষি ঋণ নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূলে।


এছাড়াও, সময়মতো ঋণ পরিশোধ করার সময়ে কৃষকরা বার্ষিক ৪ শতাংশ সুদের হারে স্বল্পমেয়াদী কৃষি ঋণ পেতে পারেন। কিষাণ ক্রেডিট কার্ড স্কিম কৃষকদের জন্য চালু করা হয়েছিল। এই স্কিমে তারা যে কোনও সময় ঋণের মাধ্যমে কৃষি পণ্য এবং পরিষেবা কিনতে সক্ষম হন। কৃষকদের যাতে ব্যাঙ্কে ন্যূনতম সুদের হার দিতে হয়, তা নিশ্চিত করার জন্য, ভারত সরকার সুদ সাবভেনশন স্কিম (ISS) চালু করেছে। এটি এখন পরিবর্তিত সুদ সাবভেনশন স্কিম (MISS) নামে পরিচিত। এতে কৃষকদের ভর্তুকিযুক্ত সুদে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করা হয়।