মাসের শুরুতেই আরও সস্তা রান্নার গ্যাস! স্বস্তিতে সাধারণ মানুষ



Gamebazz ডেস্ক: মাসের শুরুতেই সুখবর। কলকাতা-সহ দেশজুড়ে সস্তা হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। 19 কেজির সিলিন্ডারের দাম এদিন কলকাতায় 36 টাকা 50 পয়সা কমেছে। এই নিয়ে পরপর 3 মাস কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কিছুটা স্বস্তি হোটেল মালিকদের। জুন, জুলাইয়ের পর অগাস্টেও সস্তা হল বাণিজ্যিক LPG সিলিন্ডার। শেষ তিন মাসের নিরিখে মোট 358 টাকা 50 পয়সা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।


দাম কমার ফলে 1 অগাস্ট থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল 2095 টাকা, মুম্বইতে এই দাম 1936 টাকা 50 পয়সা। দিল্লিতে এই সিলিন্ডারের নয়া দাম হল 1976 টাকা ও চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হল 2141 টাকা।


তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও এ মাসে সাধারণ মধ্যবিত্তের কোনও সুরাহা হল না। কারণ, কলকাতা তথা দেশে গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি অগাস্টের শুরুতে। যেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরপর নামছে, সেখানেই গার্হস্থ্য সিলিন্ডারের দাম শেষ তিন মাসে বৃদ্ধি পেয়েছে 50 টাকা।