2,000 টাকার কমে নতুন ল্যাপটপ কেনার দুর্দান্ত সুযোগ, ফ্লিপকার্টে ধামাকা অফার



Gamebazz ডেস্ক: Flipkart -এ শুরু হয়েছে Big Bachat Dhamal Sale। এই সেলে বিশ্বাস্য কম দামে বিভিন্ন প্রোডাক্ট কেনার সুযোগ করে দিয়েছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। স্মার্টফোন ও অ্যাকসেসারিজ ছাড়াও এই সেলে খুব কম দামে ল্যাপটপ কেনার সুযোগ পাবেন। এই প্রতিবেদনে খুব কম দামে একটি 2 in 1 Laptop -এর অফার দেখে নেব। মাত্র 1,540 টাকায় কেনা যাবে এই ডিভাইস। শিশুর জন্য কম দামে ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে এই অফার হাতছাড়া করবেন না।


acer One 10 Atom Quad Core - (2 GB / 32 GB SSD / Windows 10 Home) S1003 2 in 1 Laptop: 


এই ল্যাপটপের দাম 15,990 টাকা। কিন্তু চলতি সেলে 15,190 টাকায় এই ল্যাপটপ কেনা যাচ্ছে। পাবেন 5 শতাংশ ডিসকাউন্ট। SBI Card ব্যবহার করে কেনাকাটা করলে এই দামের উপরে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পেয়ে যাবেন। এছাড়াও Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ল্যাপটপ কিনলে পাবেন 5 শতাংশ ক্যাশব্যাক। এছাড়াও এই ল্যাপটপের সঙ্গে 6 মাসের Microsoft 365 সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।


মাত্র 527 টাকা মাসিক কিস্তিতে এই ল্যাপটপ কেনা যাবে। এছাড়াও পুরনো ল্যাপটপ এক্সচেঞ্জ করে এই ল্যাপটপ কিনলে 13,650 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা নিতে পারলে মাত্র 1,540 টাকায় কেনা যাবে এই ল্যাপটপ। যদিও এক্সচেঞ্জে কত টাকা পাবেন তা ল্যাপটপের মডেল ও অবস্থার উপরে নির্ভর করছে।


acer One 10 Atom Quad Core - (2 GB / 32 GB SSD / Windows 10 Home) S1003 2 in 1 Laptop: 


এই 2 in 1 ল্যাপটপে রয়েছে একটি 10.1 ইঞ্চি ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে 1.44 GHz কোয়াড কোর প্রসেসর। সঙ্গে রয়েছে 2 GB RAM ও 32 GB SSD। এই ল্যাপটপে Windows 10 Home Edition অপারেটিং সিস্টেম চলবে।কোম্পানির দাবি এক চার্জে 8 ঘণ্টা চলবে এই ডিভাইস। সঙ্গে পাবেন একটি 10 W AC অ্যাডাপটর। এই ল্যাপটপে থাকছে Intel -এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স।


দীর্ঘদিন ধরে কম দামে ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে এই অফারে ল্যাপটপ কিনে নিতে পারেন। এছাড়াও আরও অনেক প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় দিচ্ছে Flipkart।