Gamebazz ডেস্ক: অফিস না গিয়েই বাড়ি বসে রোজগারের কথা কখনও ভেবেছেন? স্মার্টফোন থেকে খুব সহজে এই কাজ সম্ভব। ঘরে বসে স্মার্টফোনে ফেসবুক, ইনস্টাগ্রামে সময় নষ্ট না করে কয়েকটি অ্যাপ ব্যবহার করে রোজগার সম্ভব। আপনি এই অ্যাপগুলি সম্পর্কে না জানলে এই প্রতিবেদনে স্মার্টফোন থেকে রোজগারের সেরা উপায় দেখে নিতে পারবেন। এই 5টি অ্যাপ নিজের ফোনে না রাখলে ফসকে যাবে ঘরে বসে রোজগারের সুযোগ।
Roz Dhan- ফোন থেকে রোজগারের জন্য অন্যতম সেরা অ্যাপ এটা। এটা রিয়েল টাইম ক্যাশ ইন কাইন্ড মানি অ্যাপ। অ্যাপের মধ্যে ছোট ছোট কাজ করে রোজগারের সুযোগ পাবেন। অ্যাপের মধ্যে রয়েছে বিভিন্ন সার্ভে। সার্ভেতে অংশ নিয়েই Roz Dhan অ্যাপ থেকে সবথেকে সহজে ও দ্রুত রোজগার করতে পারবেন। প্রত্যেক কাজের জন্য মিলবে আলাদা রিওয়ার্ড।
Meesho- এটা একটা ই-কমার্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে অনলাইন শপিংয়ের সঙ্গেই রয়েছে রি-সেলিংয়ের সুযোগ। বাড়ি বসে বিভিন্ন গ্রুপে ছবি পাঠিয়ে এই অ্যাপ থেকে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে রোজগার করতে পারবেন। রি-সেল করলে আপনাকে টাকা দেবে কোম্পানি। নিজে কত টাকা লাভ করতে চান তা নিজেই সিলেক্ট করতে পারবেন। যত বেশি বিক্রি করতে পারবেন লাভ ততই বাড়বে।
Task bucks- এটা ভারতের সর্বোচ্চ রোজগারের অ্যাপ। এই অ্যাপ থেকে রেফারালের মাধ্যমে প্রতিদিন 70 টাকা রোজগার করতে পারবেন। আপনি আপনার ফোন রিচার্জ করে বা MobiKwik বা Paytm Wallet এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি বিনামূল্যে Paytm ক্যাশ, ফোন রিচার্জ, ইন্টারনেট রিচার্জ এবং MobiKwik মানি এবং পোস্টপেইড বিল পেমেন্টের মাধ্যমে প্রতি মাসে 500 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।
Google Opinion Rewards- Google -এর এই অ্যাপ থেকেও রোজগার করা যাবে। এই অ্যাপ থেকে বিভিন্ন সার্ভেতে অংশ নিয়ে রোজগার করা যাবে। Google Play Credit -এর মাধ্যমে পুরস্কৃত করা হবে। কেনাকাটা, সিনেমার টিকিট, মিউজিক অ্যালবাম এবং অন্যান্য প্লে স্টোর অ্যাপের জন্যও প্লে ক্রেডিট ব্যবহার করতে পারেন।
Wonk- এটি একটি জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপে রয়েছে বিভিন্ন ধরনের সার্ভিস। অনলাইন ক্লাস নিয়ে রোজগার করতে পারেন। প্রতি ঘণ্টায় 250 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত রোজগার সম্ভব।