Gamebazz ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে একের পর এক অফার নিয়ে আসছে বিভিন্ন কোম্পানি। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে বিশ্বের বৃহত্তর টেক কোম্পানি Apple। সংস্থার একাধিক জনপ্রিয় iPhone মডেলে আকর্ষণীয় ছাড় দিচ্ছে মার্কিন সংস্থাটি। দীর্ঘদিন ধরে আইফোন কেনার পরিকল্পনা থাকলে এই অফারে অনেকটা কম দামে এই প্রিমিয়াম স্মার্টফোন পকেটে ভরার সুযোগ পাবেন। 16 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে। লেটেস্ট iPhone 13 ছাড়াও এই সেলে সস্তা হয়েছে iPhone 12 ও iPhone 11 সিরিজের একাধিক মডেল।
একাধিক রিপোর্টে জানানো হয়েছে iPhone 13 সিরিজের থেকে অনেকটা বেশি দামেই বিক্রি হবে iPhone 14 সিরিজ। তাই iPhone 14 -এর অপেক্ষা না করে এখনই সস্তায় iPhone 13, iPhone 12 অথবা iPhone 11 কিনতে চাইলে Reliance Digital -এর এই আকর্ষণীয় অফার দেখে নিন।
iPhone 13: 128 GB স্টোরেজে iPhone 13 -এর দাম 72,990 টাকা। এই ফোনে ফ্ল্যাট 9 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। HDFC Bank গ্রাহকরা এই ফোন কিনলে 4,000 টাকা ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ 68,990 টাকায় কেনা যাবে এই ফোন। আপনি HDFC Bank গ্রাহক না হলে ICICI Bank ডেবিট কার্ড, Citi Bank ক্রেডিট ও ডেবিট কার্ড ও Kotak Bank ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। Reliance Digital থেকে এই প্রথম কেনাকাটা করলে DIS500 কুপন ব্যবহার করে অতিরিক্ত 500 টাকা ছাড় পাবেন।
iPhone 12: 64 GB স্টোরেজে iPhone 12 -এর দাম 55,900 টাকা। HDFC Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 3,000 টাকা ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ 52,900 টাকায় কেনা যাবে এই স্মার্টফোন। এই ফোনের অন্যান্য অফার iPhone 13 -এর সঙ্গে একই।
iPhone 11: 5,000 টাকা ডিসকাউন্টে 49,900 টাকায় কেনা যাচ্ছে iPhone 11 -এর 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট। HDFC Bank গ্রাহকরা এই ফোন কিনলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাবেন।