Gamebazz ডেস্ক: এবার খাবার ডেলিভারি ব্যবসায় মুকেশ আম্বানি। ট্রেনে সফরকালে যাত্রীদের সিটে খাবার পৌঁছে দিচ্ছে Jio। তবে সরাসরি এই পরিষেবা না দিয়ে ঘুরপথে এই ব্যবসায় নেমেছেন মুকেশ আম্বানির সংস্থা। Haptik নামে একটি সংস্থার হাত দিয়েই এই ব্যবসায় নামছেন মুকেশ আম্বানি। এই Haptik আসলে Jio Platforms এর মালিকানাধীন। যাত্রীদের খাবার পৌঁছে দিতে Zoop India নামে IRCTC -র সহযোগী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে Haptik। এরফলে যাত্রীরা WhatsApp -এর মাধ্যমেই খাবার অর্ডার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে ট্রেন থেকেই অনলাইনে খাবার অর্ডার করবেন -
-নিজের ফোনেWhatsApp খুলে ফেলুন। তারপর +7042062070 নম্বরে Zoop-র সঙ্গে চ্যাট করতে হবে।'Hi' লিখে পাঠিয়ে দিন।
-তারপরZoop থেকে রিপ্লাই আসবে। তারপর'অর্ডার ফুড', 'পিএনআর স্টেটাস', 'ট্র্যাক অর্ডার'-র মতো অপশন পাবেন।
-আপনি যদি খাবার অর্ডার করতে চান, তাহলে'অর্ডার ফুড' অপশনে ক্লিক করতে হবে।
-তারপর আপনাকে ১০ ডিজিট পিএনআর ডিজিট পিএনআর নম্বর দিতে হবে।
-তারপর আপনাকে পিএনআর নম্বর কনফার্ম করতে হবে। অন্যান্য তথ্য দিতে হবে।
-তারপর আপনাকে স্টেশন বেছে নিতে হবে, যে স্টেশন থেকে আপনি খাবার নিতে চান।
-স্টেশন বেছে নেওয়ার পর কোন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দিতে চান, সেটাও বেছে নিতে হবে।
-তারপর কী খাবার খাবেন, সেটা বেছে নিন।
-অর্ডার দেওয়ার পর আপনার অর্ডারের বিষয়ে ছোটো তথ্য পাবেন। তারপর'Proceed' করতে হবে। পেমেন্টের সুযোগ পাবেন।
-টাকা দিয়ে অর্ডার দিয়ে দিন। তারপর অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।