এবার সামনে থেকে দেখা যাবে রকেট লঞ্চ, ইতিহাসের সাক্ষী হতে বিশেষ উদ্যোগ ইসরোর



Gamebazz ডেস্ক: মহাকাশ গবেষণায় একের পর এক মাইলস্টোন তৈরি করছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। এতদিন টিভিতে, ইন্টারনেটেই সম্প্রচারিত হয়েছে ISRO-এর রকেট লঞ্চের প্রতিটি মুহূর্ত। কিন্তু এবার সরাসরি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে দেশবাসীর জন্য নয়া উদ্যোগ নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র।


অনেকটা সিনেমার মতো। চোখের সামনেই দেখা যাবে রকেট লঞ্চের খুঁটিনাটি। খেলার মাঠের মতোই সম্পূর্ণটাই দেখা যাবে Live। আগামী ৭ অগাস্ট সকাল ৯টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে SSLV-D1/EOS-02 মিশন। সেই রকেট লঞ্চ প্রোগ্রামটিতেই অংশ নিতে পারবেন সাধারণ মানুষ। ওই দিন সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে এসে আগ্রহীরা সামনাসামনি দেখতে পাবেন রকেট লঞ্চ। নিজেদের টুইটার হ্যান্ডেলে এই ঘোষণাই করেছে ইসরো। একই সঙ্গে জানিয়েছে নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও।টুইটে ইসরো শেয়ার করেছে একটি লিঙ্ক। ওতে নাম রেজিস্টার করলেই সুযোগ মিলবে ইতিহাসের সাক্ষী হওয়ার।রেজিস্ট্রেশনের জন্যে  https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp ক্লিক করুন