লাল সিং চাড্ডা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন হল মালিকেরা! বাতিল ....



মুক্তির পর থেকে আশানরূপ ফল করতে পারেনি আমির খানের লাল সিং চাড্ডা। যদিও এই ছবি নিয়ে প্রত্যাশা ছিল অনেকটাই। তবে ছবি মুক্তির আগে থেকেই একাধিক বির্তক সঙ্গী হয়ে যায় এই ছবির। ষষ্ঠদিনে ছবির আয় প্রায় ৭৫ শতাংশ পড়ে গিয়েছিল। এবার এই ছবির জন্য অপেক্ষা করছিল আরও একটা খারাপ খবর। প্রথম ভাবা হয়েছিল ছবির ওপেনিং স্লো হলেও লং উইকেন্ডে পুরোটা মেকআপ দিয়ে দেবে। তবে সেই গুড়েও বালি। অবশেষে লাল সিং চাড্ডা নিয়ে বড় সিদ্ধান্ত নিল হল মালিকরা। প্রায় ৭০ টি শো বাতিল করা হল এই ছবির। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে বক্স অফিস কালেকশনে ।


১৮০ কোটির বাজেটের ছবি লাল সিং চাড্ডা। প্রথম ৬ দিনে ৫০ কোটিও পাড় করতে পারলনা। স্বাভাবিক ভাবেই ধারনা করা যাচ্ছে ১০০ কোটি গন্ডি তো দূরস্থ। হয়তো আগামী সপ্তাহের মধ্যেই হল থেকে চলে যাবে এই ছবি। আমির খান এবং করিনা কপুর খানের চাঁচাছোলা মন্তব্যের জেরে Forrest Gump এর Official Hindi Remake মুক্তির বহু আগে থেকেই 'বয়কট লাল সিং চড্ডা' ট্রেন্ড করতে শুরু করে। যদিও দুই অভিনেতাই পরবর্তীতে ৩৬০ ডিগ্রি ঘুরে দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।