Gamebazz ডেস্ক: নন-গভর্নমেন্ট কলেজ এবং অন্যান্য সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ঘোষণা করল রাজ্য সরকার। সেইসঙ্গে উচ্চশিক্ষা দফতরের অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ডিএ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার উচ্চশিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা জানানো হয়েছে, রোপা-১৯ পে ম্যাটিক্সের আওতায় নন-গভর্নমেন্ট কলেজ এবং অন্যান্য সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের যে স্থায়ী শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা সংশোধিত বেসিক পে হিসেবে ২০১,০০০ টাকা পর্যন্ত পান, তাঁরা তিন শতাংশ হারে ডিএ পাবেন। যা ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। উচ্চশিক্ষা দফতরের অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মীরাও ডিএ পাবেন বলে জানানো হয়েছে।অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএয়ের যে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছিল, তা এবার উচ্চশিক্ষা দফতরের থেকে প্রকাশ করা হল।