দেশের সবথেকে বড় হেলথ স্কিম ! ১৫ অগাস্ট ইতিহাস তৈরী করতে চলেছেন মোদী


Gamebazz ডেস্ক: আগামী ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে স্বাস্থ্যক্ষেত্রে বড় প্রকল্পের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর জন্য এই বিরাট স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। সেটার নামকরণ করা হতে পারে পিএম সমগ্র স্বাস্থ্য যোজনা। ওয়াকিবহাল মহলের মতে, সেই স্কিমে একেবারে সাধ্যের মধ্যে দেশবাসী উন্নত মানের চিকিৎসা পেতে পারেন।


এর পাশাপাশি আরও দুটি স্কিম স্বাধীনতা দিবসে সূচনা করতে পারেন মোদী। ভারতের দ্বারা শুশ্রূষা, ও ভারতের মধ্যে শুশ্রূষার সূচনা করতে পারেন। প্রথম স্কিমটিতে ভারতীয় চিকিৎসকদের বিদেশের মাটিতে পাঠানো হতে পারে। অন্যদিকে দ্বিতীয় স্কিমটিতে বিদেশীরা যাতে ভারতে চিকিৎসার জন্য আসতে পারেন তারই ব্যবস্থা হতে পারে। মূলত ভারতে মেডিক্যাল ট্যুরিজমের প্রসার করতে চাইছে কেন্দ্রীয় সরকার।


এই সমগ্র স্বাস্থ্য যোজনার মধ্যে পিএম জন আরোগ্য যোজনা, আয়ুস্মান ভারত ডিজিটাল মিশন,পিএম আয়ুস্মান ভারত হেল্থ ইনফ্রাস্ট্রাকচার মিশন সহ নানা কেন্দ্রীয় স্কিম একটি ছাতার তলায় চলে আসবে। এক সরকারি আধিকারিক এনিয়ে মন্তব্য করেছেন।


সমস্ত স্কিম একটি জায়গায় চলে এলে সামগ্রিকভাবে সমস্ত দেশবাসী এই একটি স্কিমের মাধ্যমেই চিকিৎসা পরিষেবা পাবেন। দেশের মধ্যে সবথেকে বড় হেলথ স্কিম হতে পারে এটি। সম্প্রতি প্রধানমন্ত্রীর সামনে এনিয়ে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছিল। পাশাপাশি Heal in India নামের ওই স্কিমটি দেশে প্রথম বলেও মনে করা হচ্ছে। এক্ষেত্রে বিদেশীরা ভারতে এসে যেকোনও হাসপাতালে চিকিৎসার সুবিধা নিতে পারবেন।