সাবধান ! আপনার ফোনে এই অ্যাপটি নেই তো ? বড়সড় সাইবার হামলা হয়েছে, ফাঁস গোপন তথ্য



Gamebazz ডেস্ক: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের পর এবার বড় হ্যাকার হানা সিগন্যাল অ্যাপে। সম্প্রতি নিজেই সেই খবর নিশ্চিত করেছে অ্যাপ কর্তৃপক্ষ। সবথেকে বড় বিষয়, এই হ্যাকার হানায় প্রায় ১৯০০ ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। মূলত, Twilio কোম্পানির ওপর এই সাইবার হানা হয়েছে। এই কোম্পানি সিগন্যালের ভেরিফিকেশন সার্ভিস প্রোভাইডারের কাজ করে। যেখান থেকে ফাঁস হয়েছে ডেটা।


রিপোর্ট অনুযায়ী,যাচাইয়ের জন্য ব্যবহৃত সব কোডগুলি হ্যাকারের কাছে চলে গেছে। যদিও সিগন্যাল তার ব্লগে দাবি করেছে, হ্যাকারের কাছে মেসেজ হিস্ট্রি, প্রোফাইল ডেটা, যোগাযোগের তালিকায় কোনও অ্যাক্সেস নেই। রিপোর্ট বলছে, এই হ্যাকার হানায় ১৯০০ ব্যবহারকারীর ডেটা হারিয়েছে সিগনাল।


সম্প্রতি চিনে একটি বড় সাইবার হামলা হয়েছে। যেখানে ৪৮.৪ মিলিয়ন করোনা রোগীর তথ্য ফাঁস হয়েছে। এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত হ্যাকারের ব্যবহারকারীর নাম ছিল XJP।  সে হ্যাকার ফোরামে হ্যাক করা ডেটা ৪০০০ মার্কিন ডলার (প্রায় ৩,২০,০০০ টাকা) বিক্রি করেছে।


তবে এই প্রথমবার নয়। কদিন আগেই ম্যালওয়্যারের খপ্পরে পড়েছে গুগল। খবর সামনে আসতেই তড়িঘড়ি অ্যাপগুলিকে গুগল প্লে-স্টোর (Google Playstore)থেকে সরিয়ে দিয়েছে কোম্পানি। সম্প্রতি ৮টি এরকম ম্যালওয়্যার অ্যাপস পাওয়া গিয়েছে প্ল-স্টোরে।