6 লাখ আধার নম্বর বাতিল করেছে মোদী সরকার, আপনারটা ঠিক আছে তো ? যেভাবে জানবেন



Gamebazz ডেস্ক: প্রায় 6 লাখ আধার নম্বর বাতিল করল UIDAI। সম্প্রতি কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া সব আধার নম্বর হয় ভুয়ো নাহলে ডুপ্লিকেট। সংসদে বদল অধিবেশনে এই তথ্য জানিয়েছেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ভুয়ো আধার কার্ড ও যে সব আধার কার্ড ব্যবহার করে নিয়মিত অপরাধমূলক কাজ করা হয় সেই সব আধার নিষিদ্ধ করেছে UIDAI।


12 ডিজিটের আধার নম্বর প্রত্যেক ভারতবাসীর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছে। ক্রমশ দেশবাসীর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠছে আধার।কিন্তু আপনার নম্বর বাতিল হয়েছে কিনা জানবেন কী ভাবে?


-আপনার আধার নম্বর আসল না নকল জানতে UIDAI ওয়েবসাইট জয়েন করতে হবে

-এরপর সিলেক্ট করতে হবে Aadhaar Verify অপশন। অথবা চাইলে সরাসরি এই লিংকে ক্লিক করতে পারেন https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar

-এখানে আপনার 12 ডিজিট আধার নম্বর অথবা 16 ডিজিট VID টাইপ করুন

-নম্বর টাইপ করা শেষ হলে স্ক্রিনে দেখানো সিকিউরিটি কোড টাইপ করুন। এবার আপনার ফোনে OTP আসবে

-আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইলে এই OTP আসবে

-এবার আপনার স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। আপনার আধার নম্বর বৈধ কিনা এই পেজে দেখিয়ে দেওয়া হবে

-এই তথ্য ছাড়াও আধারের নাম, রাজ্য, লিঙ্গ বয়স ও অন্যান্য তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। এই তথ্য স্ক্রিনে দেখানে বুঝবেন আপনার আধার বৈধ

-এছাড়াও আধার কার্ডের উপরে থাকা QR কোড স্ক্যান করেও আধার বৈধ কিনা জানতে পারবেন