মেয়েকে খাওয়াবে 'মা রোবট'! তৈরি করে দিলেন দিনমজুর বাবা



Gamebazz ডেস্ক: মায়ের মতোই ভালো! আর কিছু না হোক, বিশেষ ভাবে সক্ষম মেয়ের মুখে অন্তত খাবারটা তো তুলে দিতে পারবে। মেয়ের মা যে অসুস্থ হয়ে প্রায় শয্যাশায়ী! তাঁকেও দিনমজুরির কাজে বেরোতে হয় রোজ। শেষমেশ তাই ইন্টারনেট আর যন্ত্র ঘাঁটতে ঘাঁটতে রোবট বানিয়েই ফেললেন গোয়ার বাসিন্দা বিপিন কদম। নাম দিয়েছেন 'মা রোবট'- মায়ের মতো করেই এই যন্ত্রমানবী এখন খাইয়ে দেয় মেয়েকে।


বিপিনের মেয়ে সবে ১৪-য় পা দিয়েছে। জন্ম থেকেই বিশেষ ভাবে সক্ষম। খাওয়ার ব্যাপারে পুরোপুরি মায়ের উপর নির্ভরশীল। কিন্তু বছর দুয়েক আগে অসুস্থতার কারণে শয্যাশায়ী হয়ে পড়েন বিপিনের স্ত্রী। মেয়েকে খাওয়াতে পারছেন না বলে শুরু করেন কান্নাকাটি। কাজ ফেলে বাড়িতে ফিরে মেয়েকে খাওয়াতে হতো বিপিনকেই। কিন্তু এ ভাবে আর কতদিন চলতে পারে? বাধ্য হয়েই বিকল্পের খোঁজ শুরু করে দেন বিপিন। কোনও যন্ত্রের সাহায্য নেওয়া যায় কি- নেট তোলপাড় করেও সুদুত্তর মেলে না। শেষমেশ কোনও রকম কারিগরি বিদ্যে না-থাকা সত্ত্বেও যন্ত্রপাতি নিয়ে খুটখাট শুরু করে দেন বিপিন। দিনমজুরি মাথায় ওঠে। টাকা এক বছর লেগে থেকে অবশেষে তৈরি হয়েছে সেই রোবট। এখন 'মা রোবট'ই খাওয়াচ্ছে মেয়েকে।


ভয়েস কম্যান্ডও  বোঝো যন্ত্রমানবী- মুহূর্তে মেয়ের মুখে পছন্দের খাবার এগিয়ে দেয় 'মা রোবট'। বিপিনের এই কীর্তিকে স্বীকৃতি দিয়েছে গোয়া স্টেট ইনোভেশন কাউন্সিল। জানতে চেয়েছে বাণিজ্যিক ভাবে কী ভাবে এর উৎপাদন সম্ভব। বিপিনও চান, তাঁর এই আবিষ্কার বিশ্বে ছড়িয়ে পড়ুক।