হুবহু Apple Watch ! ব্লুটুথ কলিং, 8 দিন ব্যাকআপ, কম দামে ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ



Gamebazz ডেস্ক: ভারতে লঞ্চ হল Amazfit GTS 4। Amazfit GTS 4 ও GTR 4 -এর পরে এটা ভারতে এই সিরিজের তৃতীয় স্মার্টফোন। এই স্মার্ট ওয়াচের ডিজাইন হুবহু Apple Watch -এর মতো। কিন্তু কিনতে এই বিপুল পরিমাণ খরচ করতে হবে না। তুলনামূলক কম দামে ভারতে লঞ্চ হয়েছে Amazfit GTS 4। ডুয়াল ব্যান্ড GPS ছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে একগুচ্ছ দুর্দান্ত ফিচার।


ভারতে Amazfit GTS 4 -এর দাম 16,999 টাকা। Amazon থেকে কেনা যাবে এই স্মার্টওয়াচ। 22 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। কালো, সাদা ও গোলাপি রঙে পাওয়া যাবে Amazfit GTS 4।


স্পেসিফিকেশন ও ফিচার্স


প্রিমিয়াম স্মার্টওয়াচ সেগমেন্টে লঞ্চ হয়েছে এই প্রোডাক্ট। থাকছে 1.75 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 390 x 450 পিক্সেলস রেজোলিউশন। 150টি ওয়াচ ফেস ও Always On ডিসপ্লে সাপোর্ট থাকছে। অ্যালুমিনিয়াম বডির কারণে এই স্মার্টওয়াচের ওজন কম। ঘড়ির ডান দিকে রয়েছে নেভিগেশন ক্রাউন। থাকছে আয়তকার ডিজাইন।


Amazfit GTS 4 থেকে রিয়েল টাইম নেভিগেশন করা যাবে। থাকছে সার্কুলারি পোলারাইজড ডুয়াল ব্যান্ড GPS সাপোর্ট। 6 স্যাটেলাইট পজিশনিং সিস্টেম থাকছে। এছাড়াও রয়েছে 150টি স্পোর্টস মোড। 8টি খেলা ও 15টি স্ট্রেন্থ এক্সারসাইজ নিজে থেকেই ডিটেক্ট করতে পারবে স্মার্টওয়াচ।


Amazfit GTS 4 -এ থাকছে BioTracker 4.0 PPG বায়োমেট্রিক অপটিকাল সেন্সর। এই সেন্সরের মাধ্যমে 24/7 হার্ট রেট ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং ও স্লিপ ট্র্যাকিং চলবে। রয়েছে Zepp OS 2.0 অপারেটিং সিস্টেম। সেখানে মিনি অ্যাপ ইনস্টল করতে পারবেন। Go pro ও বিভিন্ন স্মার্টহোম ডিভাইস স্মার্টওয়াচ থেকে কন্ট্রোল করতে পারবেন। রয়েছে বিল্ট ইন মাইক্রোফোন ও স্পিকার। যার মাধ্যমে Bluetooth Calling সাপোর্ট পাওয়া যাবে। Amazfit GTS 4 -এ রয়েছে 300 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 8 দিন চলবে এই স্মার্টওয়াচ। থাকছে ব্যাটারি সেভার মোড।


Amazfit GTS 4 মাত্র 9.8 mm পাতলা, ওজন 27 গ্রাম। স্মার্টওয়াচের বিভিন্ন সেন্সরের মাধ্যমে হৃৎস্পন্দন, রক্তের অক্সিজেনের মাত্রা, মানসিক চাপের মাত্রা এবং ঘুমের গুনমাণ মাপা সম্ভব হবে। 22 সেপ্টেম্বর দুপুর 12 টায় Amazon থেকে বিক্রি শুরু হবে Amazfit GTS 4। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-অর্ডার।