Gamebazz ডেস্ক: ক্রমবর্ধমান পেট্রল ও ডিজেলের দামে জেরবার হয়ে বহু গ্রাহক CNG অথবা ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন। তবে, ইলেকট্রিক গাড়ির দাম এখনও কিছুটা মধ্যবিত্তের সাধ্যের বাইরে হলেও, সাধ্যের মধ্যেই রয়েছে CNG গাড়ির দাম। তবে, CNG গাড়ি কিনলে আপনাকে মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম। এই নিয়মগুলি না মেনে চললে একদিকে যেমন আপনার গাড়িটির আয়ু খুব তাড়াতাড়ি কমে আসবে, তেমনই অন্যদিকে আপনারও জীবনহানির আশঙ্কা থেকেই যায়। তাই CNG গাড়ি কিনলে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। তবেই আপনি ও আপনার গাড়ি দুজনেই থাকবেন নিরাপদ ও সুরক্ষিত।তাই চলুন, জেনে নেওয়া যাক, কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে।
গাড়ির ভিতরে কখনই ধূমপান করবেন না
CNG গাড়িতে গ্যাসের ব্যবহার করা হয়। কাজেই, গ্যাস লিক হওয়ার প্রবণতা সবসময়ই থেকে যায়। তাই আপনি যদি নিজের CNG পরিচালিত গাড়িতে বসে সিগারেট খাওয়ার পরিকল্পনা করে থাকেন, এই মুহূর্তে তা বাদ দিন। কারণ CNG গাড়িতে বসে ধূমপান একদিকে যেমন আপনার প্রিয় গাড়িটির জন্য বিপদ ডেকে আনতে পারে, তেমনই অন্যদিকে, আপনিও বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন।
গাড়ির স্পার্ক প্লাগগুলি নিয়মিত পরীক্ষা করুন
পেট্রল-ডিজেল গাড়ির তুলনায় CNG গাড়ির স্পার্ক প্লাগ তাড়াতাড়ি খারাপ হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর গাড়ি স্পার্ক প্লাগগুলি চেক করান ও প্রয়োজন পড়লে সেগুলি পালটে ফেলুন।
কড়া রোদে গাড়ি পার্ক করবেন না
পার্কিং-এর সময় চেস্টা করবেন, যাতে সবসময় আপনার গাড়িটি ছায়ার মধ্যে থাকে। পেট্রল-ডিজেলের তুলনায় CNG খুব তাড়াতাড়ি বাস্প হয়ে উড়ে যায়। তাই কোনও শেডের তলায় পার্ক করলে সেই সম্ভাবনা অনেকটাই কমে যায়।
সরকারি অনুমোদিত কিটই কিনুন
শুধুমাত্র সরকার অনুমোদিত ডিলারের কাছ থেকেই কিনবেন এই CNG কিট। এছাড়াও, যেই CNG কিটটি আপনি কিনছেন, সেটি আসল কিনা তাও যাচাই করে নেবেন।
গ্যাস লিক করছে কিনা তা পরীক্ষা করুন
কখনই আপনার গাড়ির CNG ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি করবেন না। গাড়ি চালানোর সময় যদি গ্যাস লিক করার গন্ধ পান, তাহলে তৎক্ষণাৎ গাড়িটি দাড় করান। এই অবস্থায় কখনই গাড়িটি চালাবেন না। অভিজ্ঞ মেকানিকের পরামর্শ নিন।
মেইন্টেনেন্স
CNG গাড়ির ক্ষেত্রে মেইন্টেনেন্স খুবই জরুরি। তাই কখনই আপনার গাড়ির সার্ভিসিং মিস করবেন না। সঠিক সার্ভিং না করালে একদিকে যেমন পরবর্তী সময়ে আপনার গাড়িতে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, তেমনই অন্যদিকে, CNG ট্যাঙ্ক থেক লাগতে পারে আগুন। তাই, এই ধরণের কোনও ঘটনা থেকে রক্ষা পেতে অবশ্যই যথা সময়ে আপনার গাড়ির সার্ভিসিং-টি করান।