10,000 টাকার কমে দুর্দান্ত ক্যামেরা! সেরা 5টি স্মার্টফোন কিনতে পারেন



Gamebazz ডেস্ক: বিগত কয়েক মাসে ভারতে একের পর এক বাজেট স্মার্টফোন লঞ্চ হয়েছে। ভারতে বিক্রির নিরিখে এই সেগমেন্টের ফোনগুলি এগিয়ে থাকে। বিশেষ করে 10,000 টাকার কম খরচের ফোনগুলি সবথেকে বেশি বিক্রি হয় এদেশে। এই ফোনগুলিতে ভালো ব্যাটারি ও মাঝারি পারফরম্যান্স মিললেও এতদিন বাজেট সেগমেন্টের ফোনগুলিতে খুব ভালো ক্যামেরা পাওয়া যেত না। কিন্তু এই ছবিটা সম্প্রতি বদলেছে। এখন 10,000 টাকার কম (Best Camera Phone Under 10000) খরচেও বিভিন্ন ফোনে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ক্যামেরা। ছবি তোলার নেশা যদি আপনার থাকে তবে সম্প্রতি লঞ্চ হওয়া এই ফোনগুলি দেখে নিন। তালিকায় রয়েছে Realme, Redmi, Motorola -র মতো জনপ্রিয় ব্র্যান্ড।

Realme C33


সম্প্রতি বাজেট সেগমেন্টে এই ফোন লঞ্চ করেছে Realme। 10,000 টাকার কম দামের এই ফোনে রয়েছে 50 MP AI ক্যামেরা। সঙ্গে একটি 5 MP সেলফি ক্যামেরা থাকছে। এই ফোনে রয়েছে unisoc T612 অক্টা-কোর প্রসেসর। সঙ্গে 5,000 mAh ব্যাটারি পাবেন। রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে রয়েছে 88.7 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। 3টি রঙে বিক্রি হবে এই ফোন। 3 GB RAM + 32 GB স্টোরেজে Realme C33 -র দাম 8,999 টাকা। এছাড়াও 4 GB RAM + 64 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 9,999 টাকা। Flipkart ও Realme.com থেকে বিক্রি হচ্ছে এই ফোন।দাম - 8,999 টাকা

Redmi 10A


ফটোগ্রাফির নেশা থাকলে কম দামে কিনতে পারেন Redmi 10A। এই ফোনে রয়েছে 13 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে 5 MP সেলফি ক্যামেরা দিয়েছে বেজিংয়ের সংস্থাটি। Mediatek Helio G25 অক্টা-কোর প্রসেসর থাকছে। পাবেন 5,000 mAh ব্যাটারি। এই ফোনে 6.53 ইঞ্চি IPS ডিসপ্লে থাকছে। Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 12.5 স্কিন। নীল, কালো ও ধূসর রঙে বিক্রি হচ্ছে এই ফোন। 3 GB RAM + 32 GB স্টোরেজে Redmi 10A কিনতে খরচ হবে 8,499 টাকা। অন্যদিকে 4 GB RAM + 64 GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 9,499 টাকা।দাম - 8,499 টাকা

Lava Blaze


Lava -র এই বাজেট সেগমেন্টের ফোনে রয়েছে 13 MP AI ক্যামেরা। সঙ্গে 8 MP সেলফি ক্যামেরা পাবেন। এই ক্যামেরায় একাধিক মোড রয়েছে। Lava Blaze -এ থাকছে MediaTek Helio প্রসেসর, 5,000 mAh ব্যাটারি ও 6.5 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে। কালো, সবুজ, লাল ও নীল রঙে এই ফোন বিক্রি হচ্ছে। Flipkart ও lavamobiles.com থেকে কেনা যাবে এই ফোন।দাম - 8,699 টাকা


Infinix Note 12


Infinix Note 12-এ রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে FHD+ ডিসপ্লে পাবেন। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 MP সেন্সর। সঙ্গে পাবেন 16 MP সেলফি ক্যামেরা। MediaTek Helio G88 চিপসেট দিয়েছে Infinix। Android 11 অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। 4 GB RAM + 64 GB স্টোরেজ ও 6 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Flipkart থেকে বিক্রি হচ্ছে এই ফোন।দাম - 9,999 টাকা


Moto E40


এই ফোনের পিছনে রয়েছে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় পাবেন 48 MP সেন্সর। সঙ্গে রয়েছে 8 MP সেলফি ক্যামেরা। এই ফোনে কাস্টম T700 অক্টা-কোর চিপসেট দিয়েছে Motorola। 6.6 ইঞ্চি HD+ 90 Hz ডিসপ্লে পাবেন। Flipkart থেকে কেনা যাচ্ছে এই স্মার্টফোন।দাম - 9,499 টাকা