আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম



Gamebazz ডেস্ক: আধার কার্ড ভারতের সকল নাগরিকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তাই আপনিও যদি আধার কার্ডধারী হন! কিংবা আপনার আধার কার্ড বানাতে চান! তাহলে আপনার জন্য বিরাট খবর।আধার কার্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য জারি করেছে UIDAI। আধার কার্ডের জন্য ব্যবহৃত সহায়ক নথিতে কিছু পরিবর্তন করা হচ্ছে। আধার কার্ড অথরিটির তরফে নতুন সাপোর্টিং ডকুমেন্ট সংক্রান্ত একটি তালিকাও জারি করা হয়েছে! যার মাধ্যমে সহজেই জানতে পারবেন আধার কার্ডে কোন কাজে কোন ডকুমেন্ট ব্যবহার করা হবে!আধার কার্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর, ২০২২ থেকে এই নিয়ম কার্যকর হবে। 


সাপোর্টিং ডকুমেন্ট লিস্ট যেভাবে চেক করবেন 


-প্রথমে For check aadhar card new document list এ ক্লিক করতে হবে 

-যেটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি PDF ওপেন হবে।

-যেখানে Supporting document পরিবর্তন নিয়ে কিছু তথ্য পাবেন!

-এরপর স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে সেখানে সমস্ত নথির তালিকা দেখতে পাবেন

-এর মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কাজের জন্য কোন নথি ব্যবহার হবে।