সপ্তমী থেকে নবমী, এবার এসি বাসে চড়েই পুজো পরিক্রমা ! একগুচ্ছ পরিষেবা



Gamebazz ডেস্ক: এই বছর পুজোয় একটি বিশেষ প্যাকেজ চালু করেছে রাজ্য সরকার। অক্টোবরের ১ তারিখ থেকে ৪ তারিখ অর্থাৎ সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভলভো এসি বাসে চড়ে বিভিন্ন পুজোমণ্ডপগুলি ঘুরে বেড়ানোর সুযোগ করা হচ্ছে । এই তালিকায় রয়েছে বেশ কিছু বনেদি বাড়ির ঠাকুর দেখার সুযোগ। উপরি পাওনা হিসেবে থাকবে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও।


বনেদি বাড়ির ঠাকুর দেখতে হলে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস আসতে হবে আপনাকে।এই বাসে করেই আপনাকে নিয়ে যাওয়া হবে বদনচন্দ্র রায়ের বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ির পুজো।


কী কী সুবিধা রয়েছে এই প্যাকেজে


সপ্তমী থেকে নবমী সকাল ৮টায় এই বাস ছাড়বে।

মাথাপিছু ভাড়া পড়বে ১৮৫০ টাকা।

আর ৫ থেকে ১০ বছরের মধ্যে শিশুদের ভাড়া লাগবে ১২৫০ টাকা।

যাত্রীদের জন্য থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ ও বিকেলের স্ন্যাক্সের ব্যবস্থা।


​শহরতলি থেকে কলকাতার পুজো দেখার সুযোগ


যারা শহরতলিতে থাকেন যারা কলকাতার ঠাকুর সেভাবে দেখতে পারেন না তাদের জন্য এই প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। এই প্যাকেজটিও সপ্তমী থেকে নবমী পর্যন্ত ঘোরার সুযোগ রয়েছে। শহরের বড় বড় পুজোমণ্ডপগুলি ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এর জন্য অবশ্য এসি ও নন এসি-- দু'ধরনের বাসের পরিষেবা রয়েছে। নন এসি বাস ছাড়বে হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, ব্যারাকপুর থেকে। আর এসি পরিষেবা নিতে হলে বারাসত ও এসপ্ল্যানেড থেকে সকাল ৯টায় ছাড়বে বাস।


কী কী সুবিধা রয়েছে এই প্যাকেজে


নন এসির জন্য মাথাপিছু ভাড়া লাগবে ৪০০ টাকা। আর হাবড়া ডিপো থেকে ভাড়া লাগবে মাথাপিছু প্রতি ৫০০ টাকা।

এসির ভাড়া মাথাপিছু ১৮৫০ টাকা এবং এসপ্ল্যানেড থেকে মাথাপিছু ১৭৫০ টাকা পড়বে।

অবশ্য এতে বাড়তি পাওনা রয়েছে স্ন্যাক্স, চা/কফি ও দুপুরের খাবার পরিবেশন করা হবে।


​শহর থেকে দূরে গ্রামের পুজো দেখতে চাইলে


কলকাতা থেকে ৭৫ কিমি দূরে বসিরহাট সংলগ্ন ধান্যকুড়িয়া ও আড়বালিয়াতে পুজো দর্শন পাওয়া যাবে। এসি বাস ছাড়বে সকাল ৮টায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে।


কী কী রয়েছে এই প্যাকেজে


মাথাপিছু ভাড়া পড়বে ১৮০০ টাকা৷

সকালের খাবার এবং দুপুরের ভোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে।


কামারপুকুর-জয়রামবাটিতে পুজো দর্শন


বাসে চেপে জয়রামবাটি কামারপুকুরে পুজো দেখার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের তরফ থেকে। এর জন্য ভোর ৫টায় ধমতলা থেকে অষ্টমীর দিনই একটা বাস ছাড়বে। । এসপ্ল্যানেড ট্রাম অফিস, বাগবাজার বাটা ও ডানলপ মোড় থেকেও বাসে ওঠা যাবে।


কী কী সুবিধা রয়েছে


মাথাপিছু ৫৫০ টাকা ভাড়া লাগবে।

হালকা জলপান, চা বা কফিও পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে।