বিনামূল্যে প্রিমিয়াম ট্রেনে সফর ! বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের



Gamebazz ডেস্ক: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড়সড় সুখবর। তেজস ট্রেনে বিনামূল্যে সফর করতে পারবেন কেন্দ্রের চাকুরিজীবীরা। যখন কর্মীরা অফিসিয়াল ট্যুরে যাবেন, একমাত্র সেক্ষেত্রেই মিলবে এই ছাড়। এটি একটি সেমি হাই স্পিড ট্রেন। এই রাজধানী এক্সপ্রেসের কোচগুলিকে তেজস কোচ দিয়ে বদলে ফেলা হয়েছে।


অর্থ মন্ত্রকের তরফে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিসিয়াল সফরের জন্য তেজস ট্রেনের কথা ভাবছে মন্ত্রক। এর পরেই কেন্দ্রের তরফে, সরকারি কর্মীদের তেজস ট্রেনে সফরের অনুমতি দেওয়া হয়েছে। তবে সরকারি কর্মচারীরা যে যখন, তখন নিজেদের পরিকল্পনা মতো এই সুবিধা নিয়ে তেজসে ভ্রমণ করতে পারবেন, ব্যাপারটা মোটেই তেমন বিষয় নয়। রেলের নিয়মে উল্লিখিত, ট্যুর, ট্রেনিং, ট্রান্সফার, রিটায়ারমেন্টের পরের ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা দেবে রেল।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেন সফরের যোগ্যতা নির্ভর করবে কর্মীর বেতনের উপরে এবং এই বিজ্ঞপ্তি সরকারি আধিকারিকদের প্রিমিয়াম ট্রেনে সফরের অনুমতি দিচ্ছে।


তেজস একটি প্রিমিয়াম ট্রেন


সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে প্রিমিয়াম ট্রেনের তালিকায় তেজস ট্রেনকে যুক্ত করা হয়েছে। ফলে এখন আনুষ্ঠানিকভাবে এটি ঘোষিত নিয়ম যে কেন্দ্র সরকারের কর্মচারীরা বিনা খরচে এই ট্রেনে সফর করতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট সফরগুলির ক্ষেত্রে রাজধানী, শতাব্দী এবং দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনেও সফরের অনুমতি দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, সারা দেশ জুড়ে যাত্রীদের সুরক্ষা ও উন্নততর পরিষেবা দিতেই রেল কর্তৃপক্ষের তরফে বর্তমানে রাজধানী এক্সপ্রেসে যুক্ত হয়েছে তেজসের মত পরিষেবা। বর্তমানে এমন পরিষেবা সহ মোট 4টি ট্রেন চলছে।


অন্যদিকে, অপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। রেলের বেশ কিছু প্রিমিয়াম ট্রেন যেমন দুরন্ত, রাজধানী সহ বেশ কিছু ট্রেনে দেওয়া হবে বিনামূল্যে খাবার। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে। রেল জানিয়েছে, যদি ট্রেন 2 ঘণ্টা বা তার বেশি লেট করে, সেক্ষেত্রে যাত্রীকে খাবারের খরচ দিতে হবে না। বিনা পয়সাতে ফ্রি'তেই মিলবে খাবার।