পুজোর আগের বাম্পার ডিসকাউন্ট! জানুন Amazon, Flipkart, Myntra -তে কবে শুরু সেল



Gamebazz ডেস্ক: পুজোর আগে একাধিক ই-কমার্স ওয়েবসাইটে শুরু হচ্ছে দুর্দান্ত সেল। এই সেলে প্রায় সব ধরনের গ্যাজেট সস্তা হতে চলেছে এছাড়াও Amazon, Flipkart, Myntra-র মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলি গ্রাহকদের ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের সুযোগ দেবে। সঙ্গে থাকছে নো-কস্ট EMI ছাড়াও আরও অনেক সুবিধা। কোন সাইটে কবে শুরু হচ্ছে পুজোর সেল? কী কী সুবিধা পাবেন গ্রাহকরা? দেখে নিন।


​Amazon Great Indian Festival 2022: কবে শুরু সেল?


Amazon -এ বছরের সবথেকে বড় সেল শুরু হচ্ছে 23 সেপ্টেম্বর। Greal Indian Festival 2022 সেলে কেনাকাটায় SBI কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও এই সেলে প্রথম বারের জন্য Amazon থেকে কেনাকাটা করলে আরও 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। Amazon Prime গ্রাহকরা 22 সেপ্টেম্বর থেকেই এই সেলে অংশ নিতে পারবেন। এই সেলে মাত্র 9.499 টাকা থেকে Samsung ফোন কেনার সুযোগ পাবেন। এছাড়াও 12,499 টাকা থেকে বিক্রি শুরু হবে iQOO ফোন। Mi ও Redmi TV-র বিভিন্ন মডেল সবথেকে কম দামে বিক্রি হবে। সস্তা হবে স্মার্টওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাড ও বিভিন্ন মোবাইল অ্যাকসেসারি। এছাড়াও সস্তা হবে রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন সহ বিভিন্ন হোম অ্যাপলায়েন্স।


​Flipkart Big Billion Days Sale 2022: কবে শুরু সেল?


23 সেপ্টেম্বর Flipkart -এ শুরু হচ্ছে Big Billion Days Sale 2022। এই সেলে ICICI Bank ও Axis Bank কার্ড ব্যবহার করে কেনাকাটায় মিলবে 10 শতাংশ অতিরিক্ত ছাড়। ই-কমার্স ওয়েবসাইটে জানানো হয়েছে বেস্ট সেলিং স্মার্টফোনগুলিতে সবথেকে বেশি ছাড় পাওয়া যাবে। ইলেকট্রনিক্স ও অ্যাকসেসারিজে থাকছে 80 শতাংশ পর্যন্ত ছাড়। TV ও হোম অ্যাপলায়েন্সেও 80 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। বিভিন্ন ফ্যাশন প্রোডাক্টে মিলবে 60-80 শতাংশ ছাড়। 30 সেপ্টেম্বর পর্যন্ত Flipkart -এ চলবে এই সেল।



​Myntra Big Fashion Festival 2022: কবে শুরু সেল?


23 সেপ্টেম্বর বিভিন্ন ফ্যাশন প্রোডাক্টে সেল শুরু হচ্ছে Myntra -তে। Big Fashion Festival 2022 সেলে বিভিন্ন ফ্যাশন প্রোডাক্টে 50-90 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সঙ্গে প্রথম দিন কেনাকাটায় মিলবে 10 শতাংশ অতিরিক্ত ছাড়। 5,000-এর বেশি ব্র্যান্ডের প্রোডাক্ট সস্তা হবে।